জাহাজচলাচলমন্ত্রক
গুরুত্বপূর্ণ বন্দরগুলির ড্রেজিং নীতি নির্দেশিকা ২০২০ সংক্রান্ত খসড়ার বিষয়ে মতামত আহ্বান
प्रविष्टि तिथि:
04 JAN 2021 3:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জানুয়ারি, ২০২১
কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং অভ্যন্তরীণ জলপথ মন্ত্রকের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বন্দরগুলিতে ড্রেজিং বা পলি উত্তোলন সংক্রান্ত খসড়া নীতি নির্দেশিকার ব্যাপারে মতামত আহ্বান করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই খসড়া নীতি নির্দেশিকা তৈরি করেছে।
মন্ত্রকের ওয়েবসাইটে(http://shipmin.gov.in/sites/default/files/Draft%20guidelines%20for%20comments_compressed.pdf.) খসড়া নীতি নির্দেশিকা দেওয়া রয়েছে।
এছাড়াও, মেল করে নিম্নলিখিত ই-মেল আইডি-তে anil.pruthi[at]nic[dot]in আগামী ৩১ জানুয়ারির মধ্যে মতামত পাঠানো যেতে পারে।
গুরুত্বপূর্ণ বন্দরগুলিতে ব্যয় সাশ্রয়ী উপায়ে পলি উত্তোলন সংক্রান্ত প্রকল্পগুলির কাজ পূর্ব নির্ধারিত সময় সীমার মধ্যে শেষ করতে এই নীতি নির্দেশিকা অনুসরণ করা হবে।
***
CG/BD/SKD
(रिलीज़ आईडी: 1686195)
आगंतुक पटल : 231