প্রধানমন্ত্রীরদপ্তর

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেকের টিকার অনুমোদনপ্রাপ্তিতে প্রধানমন্ত্রীর জাতিকে অভিনন্দন


করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা

Posted On: 03 JAN 2021 11:49AM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩রা জানুয়ারী, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের টিকাকে ডিসিজিআই-এর অনুমোদন দেওয়াকে করোনার বিরুদ্ধে লড়াই-এ সাহায্যর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।  

এক গুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,

“ একটি উজ্জ্বীবিত লড়াই-এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত !

ডিসিজিআই @SerumInstIndia এবং @BharatBiotechর টিকাকে অনুমোদন দেওয়ায় স্বাস্থ্যবান ও কোভিডমুক্ত জাতি গঠনের পথে এগিয়ে যাওয়ায় গতি আসবে।

ভারতকে অভিনন্দন।

আমাদের কঠোর পরিশ্রমী বিজ্ঞানী ও উদ্ভাবকদের অভিনন্দন। “

“যে দুটি টিকাকে জরুরী পরিস্থিতির মোকাবিলার জন্য অনুমোদন দেওয়া হয়েছে সেগুলি ভারতে তৈরি হওয়ায় প্রত্যেক ভারতবাসী গর্বিত! যত্ন ও পরদুঃখকাতরতার মনোভাবে আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে আমাদের বিজ্ঞানীরা কতটা আন্তরিক, এর মাধ্যমে সেটি প্রতিফলিত হয়েছে।“  

“আমরা আবারো আমাদের চিকিৎসক, চিকিৎসা কর্মী বিজ্ঞানী, পুলিশ কর্মী, সাফাই কর্মচারী সহ সব করোনা যোদ্ধাদের এই প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের অনবদ্য কর্তব্যপালনের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমরা সবসময় তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকব।“  

***

 

 

 

CG/CB


(Release ID: 1685805) Visitor Counter : 300