সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

গাড়ির চালকেরর আসনে পাশে থাকা ব্যক্তি বা সহ চালকের জন্য এয়ারব্যাগ ব্যবহারের প্রস্তাব বাধ্যতামূলক করতে জনগণের মতামত আহ্বান

Posted On: 29 DEC 2020 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২০

 

যাত্রীদের নিরাপত্তা বাড়াতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপে গ্রহণ করেছে কেন্দ্রীয়  সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক।গাড়ির সামনের সিটে চালকেরর আসনে পাশে থাকা ব্যক্তি বা সহ চালক (কো- ড্রাইভার)এর জন্য এয়ারব্যাগ ব্যবহারের প্রস্তাব  বাধ্যতামূলক করতে  জনগণের কাছ থেকে  মতামত  আহ্বান করা হয়েছে। নতুন মডেলের গাড়ির সহ চালকদের জন্য এই নিয়ম কার্যকর করতে আগামী বছরের  ১ এপ্রিল এবং পুরনো গাড়ির ক্ষেত্রে ১ জুনের সময়সীমার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে মন্ত্রকের ওয়েবসাইটে ২৮ ডিসেম্বর একটি খসড়া  বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

বিজ্ঞপ্তি জারির  তারিখ থেকে 30 দিনের মধ্যে  জনগন তাদের  মন্তব্য / পরামর্শ পাঠাতে পারেন  comments-morth[at]gov[dot]in  এই ইমেল আইডি'তে। 

***

 

 

CG/SS



(Release ID: 1684462) Visitor Counter : 147