প্রধানমন্ত্রীরদপ্তর

জম্মু-কাশ্মীরের সব নাগরিকদের জন্য ২৬শে ডিসেম্বর, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত-পিএম-জেএওয়াই সেহত প্রকল্পের সূচনা করবেন

प्रविष्टि तिथि: 24 DEC 2020 6:13PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২৪শে ডিসেম্বর, ২০২০ 
 
 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের সব নাগরিকদের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে  ২৬শে ডিসেম্বর, বেলা ১২টার সময় আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই সেহত প্রকল্পের সূচনা করবেন।  সকল সম্প্রদায় এবং সব নাগরিকদের আয়ত্তের মধ্যে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা ও চিকিৎসার কারণে আর্থিক ঝুঁকি কমানোর জন্য এই সর্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্পটির সূচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 
 
এই প্রকল্পে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের সব নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যবীমার সুযোগ এনে দেওয়া হবে।  এখানে প্রত্যেক পরিবারের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হচ্ছে । এর ফলে পিএম-জেএওয়াই প্রকল্পে ১৫ লক্ষের মত অতিরিক্ত পরিবার যুক্ত হবেন।  এই প্রকল্পে যুক্ত ব্যক্তিরা দেশের যেকোন প্রান্তে স্বাস্থ্যপরিষেবা পাবেন । পিএম-জেএওয়াই প্রকল্পে তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। 
 
সর্বজনীন স্বাস্থ্য বীমার জন্যঃ-   
গুরুত্বপূর্ণ স্বাস্থ্যপরিষেবা এবং উন্নত মানের স্বাস্থ্যপরিষেবা যাতে সমস্ত নাগরিককে দেওয়া যায় তার জন্যই সর্বজনীন এই স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে।  এর মাধ্যমে চিকিৎসা, পুনর্বাসন এবং কোন ব্যক্তি হাসপাতলে ভর্তি হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরবর্তী পর্যায়ের শুশ্রুষার মাধ্যমে নিশ্চিত করা হবে । চিকিৎসা করানোর সময় স্বাস্থ্য পরিষেবার কারণে মানুষ যাতে আর্থিক সঙ্কটের মুখোমুখি না হন এবং চিকিৎসার জন্য কেউ যেন দারিদ্র্যের শিকার না হয় সেটি নিশ্চিত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য । আয়ুষ্মান ভারত কর্মসূচির দুটি স্তম্ভ রয়েছে স্বাস্থ্য কেন্দ্র এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা౼ যার মধ্য দিয়ে সর্বজনীন  স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করা হবে।
 
***
 
 
 
CG/CB

(रिलीज़ आईडी: 1683470) आगंतुक पटल : 287
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam