প্রতিরক্ষামন্ত্রক

অ্যারো ইন্ডিয়া -২১এর পরিকল্পনা পর্যালোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং

Posted On: 23 DEC 2020 2:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ডিসেম্বর, ২০২০
 
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী  রাজনাথ সিং আজ অ্যারো ইন্ডিয়া -২১ -এর পরিকল্পনা পর্যালোচনা করেছেন।  প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন প্রতিরক্ষা দফতরের আধিকারিকরা মন্ত্রীকে জানিয়েছিলেন যে এবারে অনুষ্ঠানটি বর্তমানের আন্তর্জাতিক প্রদর্শনী নির্দেশিকার  সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে এবং সেখানে  বানিজ্যিক ধরণের প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। এই বছর  আনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে সাধারণ মানুষ আকাশ পথে  বিমানের নানা কলাকুশল  দেখতে পাবেন। এমনকি  এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা   সরাসরি আলাপচারিতার মাধ্যমে নতুন অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ পাবেন ।
 
অনুষ্ঠান স্থলের অধিকাংশ  স্থান বিক্রি হয়ে গেছে এবং ৫০০'র বেশি প্রতিনিধি এখানে নাম নথীভুক্ত করেছেন।  কোভিড -১৯-এর কারণে উদ্ভূত সমস্যার পরিপ্রেক্ষিতে, প্রতিরক্ষা মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এবার  ৩-৫ ফেব্রুয়ারী আনুষ্ঠানে শুধুমাত্র বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হবে। এছর লকডাউন এবং নিষেধাজ্ঞা / ভ্রমণে বিধিনিষেধের কারণে অ্যারো-স্পেস এবং প্রতিরক্ষা শিল্প যে সমস্যার মুখোমুখি হয়েছে তা নিয়ে আলোচনা চালানো হবে। যদিও চলতি বছরের গত অক্টোবরে এই অ্যারো ইন্ডিয়া -২১ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। ইতিমধ্যে দেশের  প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক নীতি গ্রহণ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন  মহাকাশ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে  বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ভারতকে তুলে ধরার  দৃঢ় সংকল্প উঠে আসবে এই অ্যারো ইন্ডিয়া -২১ অনুষ্ঠানের মাধ্যমে।  শ্রী সিং আরো জানান  আত্মনির্ভর  ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে  দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন ,ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা সে ক্ষেত্রে স্বনির্ভর হতে শুরু করেছে।   ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি  এবং  শিল্প স্থাপনের জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে  পারস্পরিক অংশীদারিত্ব বজায় রাখতে প্রয়াস  চালানো হচ্ছে। 
 
প্রতিরক্ষামন্ত্রী বাইরের দেশ থেকে  আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ  ও  শিল্পপতিদের ভারতের কৌশলগত -ব্যবসায়িক সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।  তিনি  আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে অ্যারো ইন্ডিয়া -২১ কোভিড-পরবর্তী বিশ্বে ভারতকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের  শক্তিকে জোরদার করে তুলতে সাহায্য করবে।
 
***
 
 
 CG/SS 

(Release ID: 1683178) Visitor Counter : 213