অর্থমন্ত্রক

সহজে ব্যবসার লক্ষ্যে সংস্কারের সঙ্গে যুক্ত রাজ্যগুলিকে ঋণ গ্রহণের অনুমতি

Posted On: 20 DEC 2020 10:47AM by PIB Kolkata
নতুন দিল্লী, ২০ ডিসেম্বর, ২০২০
 
নাগরিক কেন্দ্রিক ক্ষেত্রে সহজে ব্যবসা করার লক্ষ্যে কেন্দ্রীয়  সরকার সংস্কারমূলক ক্ষেত্রে রাজ্যগুলিকে অতিরিক্ত ঋণ নেওয়ার অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই পাঁচটি রাজ্য নাগরিক কেন্দ্রিক খাতে সংস্কারের কাজ  সম্পন্ন করেছে। এই রাজ্যগুলিকে খোলাবাজার থেকে ঋণের মাধ্যমে ১৬ হাজার ৭২৮ কোটি টাকা আর্থিক সংস্থান জোগাড় করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই রাজ্যগুলি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা।
 
রাজ্য ভিত্তিক অতিরিক্ত ঋণ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা রূপায়িত হচ্ছে।
 
অন্ধপ্রদেশ- ২,৫২৫ কোটি টাকা,
কর্ণাটক- ৪,৫০৯ কোটি টাকা,
মধ্যপ্রদেশ- ২,৩৭৩ কোটি টাকা,
তামিলনাডু- ৪,৮১৩ কোটি টাকা এবং
তেলেঙ্গানা- ২,৫০৮ কোটি টাকা পাবে।
 
এ পর্যন্ত ১০ টি রাজ্য এক দেশ এক রেশন কার্ড প্রথা কার্যকর করেছে। পাঁচটি রাজ্য সহজে ব্যবসা করার লক্ষ্যে সংস্কার করেছে। 
 
অতিরিক্ত ঋণ নেওয়ার অনুমতির পাশাপাশি যেসব রাজ্য চারটি সংস্কার কর্মসূচীর মধ্যে তিনটি সম্পূর্ণ করেছে তারাও আর্থিক সহায়তা পাওয়ার অধিকারী হয়েছে। এই প্রকল্পের আওতায় ব্যয় করা হয়েছে ২ হাজার কোটি টাকা। অন্যান্য রাজ্যগুলিকে এই সংস্কারগুলি গ্রহণ করতে অতিরিক্ত ঋণ নেওয়ার সময়সীমা বৃদ্ধি করে তা ২০২১ সালের ১৫  ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
 
***
 
 
 
CG/SB


(Release ID: 1682235) Visitor Counter : 151