সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

ই২০ জ্বালানীর ব্যবহারের জন্য পরিবহণ মন্ত্রক জনসাধারণের মতামত আহ্বান করেছে

Posted On: 18 DEC 2020 4:51PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮ ডিসেম্বর, ২০২০

        সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক জনসাধারণের কাছ থেকে ই২০ জ্বালানীর বিষয়ে মতামত চেয়েছে। এ বিষয়ে ১১ই ডিসেম্বর জিএসআর ৭৫৭(ই) নম্বর খসড়া বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ই২০ জ্বালানী হল গ্যাসোলিনের সঙ্গে ২০ শতাংশ ইথানলের মিশ্রণ। এই জ্বালানী যানবাহনে ব্যবহার করা হয়। এরফলে কার্বন ডাই অক্সাইড, হাইড্রো কার্বন ইত্যাদির নিঃসরণ কম হবে। এছাড়াও বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমবে। ফলে বিদেশী মুদ্রার সাশ্রয় হবে এবং জ্বালানী ক্ষেত্রে সুরক্ষা বাড়বে।

        যেসব গাড়িতে এই জ্বালানী ব্যবহার করা যাবে সেইসব গাড়ির প্রস্তুতকারক সংস্থাকে সেই বিষয়টি স্পষ্ট করে জানাতে হবে। এ সংক্রান্ত একটি স্টিকার গাড়িতে এমন জায়গায় আটকাতে হবে যা সকলের নজরে আসে।   

***

 

CG/CB/NS



(Release ID: 1681844) Visitor Counter : 166