শিল্পওবাণিজ্যমন্ত্রক

শ্রী পীযূষ গোয়েল বিদেশি বিনিয়োগকারীদের ভারতের উন্নয়নের শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন

Posted On: 15 DEC 2020 1:54PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর২০২০

রেল, শিল্প বাণিজ্য, উপভোক্তা বিষয়ক, খাদ্য গণবণ্টন দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারতের উন্নয়নের শরিক হওয়ার জন্য বিদেশী বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন। সিআইআই আয়োজিত ২০২০-র অংশীদারিত্বের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন। সম্ভাবনার এই দেশে তিনি বিদেশি বিনিয়োগকারীদের সম্ভাব্য সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী বলেছেন ভারত নতুন নতুন আর্থিক দিকে বিনিয়োগের জন্য দরজা খুলে দিচ্ছে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনাকে শক্তিশালী করতে বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য তিনি উৎসাহ দেন। মন্ত্রী বলেছেন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে ক্রমশ বাড়ছে। এই বছরের প্রথম নয় মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার কারণ বিশ্বের সবথেকে আকর্ষনীয় বিদেশি বিনিয়োগের সুযোগ ভারতে রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে চার হাজার কোটি মার্কিন ডলার এদেশে এসেছে গত বছরের এই সময়ের হিসেবের তুলনায় যা ১৩ শতাংশ বেশি। ভারতে সবথেকে আকর্ষনীয় কর ব্যবস্থার ঘোষণা করা হয়েছে। 20১৯- এর অক্টোবরের পর থেকে ভারতে যারা ব্যবসা-বাণিজ্য শুরু করবেন তাদের জন্য 22 শতাংশ হারে এবং যারা নতুন উৎপাদন শিল্প স্থাপন করবেন তাদের জন্য ১৫%হারে কর ব্যবস্থা ধার্য করা হয়েছে।

মন্ত্রী আরো জানিয়েছেন, ভারতে বিদেশি শিল্প সংস্থাগুলিকে আকর্ষণ করার জন্য উৎসাহ ভিত্তিক উৎপাদন প্রকল্প চালু করা হয়েছে। প্রতিটি মন্ত্রকে বিনিয়োগ করতে আকৃষ্ট করার জন্য বিশেষ ইউনিট তৈরি করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্যের সরকারগুলি একযোগে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জনসাধারণের জন্য যে উন্নয়ন সমৃদ্ধির পরিকল্পনা করেছেন, সেই উদ্যোগে অংশীদার হতে তিনি সকলকে আহ্বান জানান।

অংশিদারিত্বের এই সম্মেলনের এবারের মূল ভাবনা হলো জীবন, জীবিকা উন্নয়ন । শ্রী গোয়েল বলেছেন, এর ফলে আমাদের দেশ আর্থিক বিকাশের পথে আবারো অগ্রসর হবে এবং নতুন নতুন সুযোগ তৈরি হবে। শুধুমাত্র উচ্চস্তরের স্থিতিশীল উন্নয়ন নয়, ভারতকে 202 সালের মধ্যে লক্ষ কোটি মার্কিন ডলারের সমতু অর্থনীতির রাষ্ট্রে পরিণত করা সরকারের মূল উদ্দেশ্য। দেশের বিভিন্ন ক্ষেত্রে ঐতিহাসিক সংস্কার হাতে নেওয়া হয়েছে, যাতে এদেশের মানুষের জীবনে সমৃদ্ধি আসে ভারত বিশ্বাস করে নতুন বিশ্বে নতুন ভাবনা এবং নতুন সুযোগে মধ্য দিয়ে উন্নয়ন ঘটবে। এককভাবে নয়, সংঘবদ্ধভাবে আমাদের এগিয়ে চলতে হবে। শ্রী গোয়েল ভারতকে সম্ভাবনার স্থান বলে উল্লেখ করে এখানে বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি এবং বিনিয়োগের আবারো আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ভারতে তাদের জন্য এখন সব থেকে ভালো সময়।

***

 

CG/CB



(Release ID: 1680851) Visitor Counter : 206