স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে চলেছে ; ৩.৬ লক্ষের নিচে নেমে এসেছে

Posted On: 12 DEC 2020 12:26PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১২ ডিসেম্বর, ২০২০
 
    ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসতে শুরু করেছে। আজ পর্যন্ত দেশে মোট প্রকৃত সক্রিয় রোগীর সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন। 
 
    একদিকে যেমন দৈনিক আরোগ্যের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তেমনই সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই কমছে। ভারতে এই মুহুর্তে মোট সক্রিয় রোগীর হার ৩.৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায়  ৩৩ হাজার ৪৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন ।
 
    বিগত কয়েক সপ্তাহ ধরে মূলত ৬টি অতি সংক্রমিত রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা ক্রমশই কমছে।
 
    গত ১৫ দিনে দেশে দৈনিক আরোগ্যের হারে রেকর্ড তৈরি হয়েছে। 
 
    দেশে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৪.৮৯ শতাংশ। 
 
    মোট আরোগ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ লক্ষ ২৪ হাজার ৩২৮। আরোগ্যের সংখ্যা এবং সংক্রমিত রোগীর সংখ্যার মধ্যে পার্থক্য বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৮৯ লক্ষ ৬৪ হাজার ৫০৯। 
 
    ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে আরোগ্যের হার বেড়ে হয়েছে ৭৪.৪৬ শতাংশ।
 
    কেরালায় একদিনে আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৭৪৮ জন। পশ্চিমবঙ্গে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৭৩ জন, মহারাষ্ট্রে একদিনে আরোগ্য লাভ করেছেন ২ হাজার ৭৭৪ জন। ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে সংক্রমণের হার ৭৪.১৬ শতাংশ। 
 
    কেরালায় একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৪২ জন। মহারাষ্ট্রে ৪ হাজার ২৬৮ এবং পশ্চিমবঙ্গে ২ হাজার ৭৫৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
 
    গত ২৪ ঘন্টায় ৪৪২ জনের মৃত্যু হয়েছে।
 
    ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার ৭৮.০৫ শতাংশ। মহারাষ্ট্রে আরও ৮৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লীতে ৬০ এবং পশ্চিমবঙ্গে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। 
 
    পূর্বের দিনের চেয়ে এখন দৈনিক মৃত্যুর সংখ্যা অনেক নিচে নেমে এসেছে। বিগত ৭ দিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০র নিচে রয়েছে। 
 
***
 
 
CG/SS/NS

(Release ID: 1680220) Visitor Counter : 141