অর্থমন্ত্রক

“মূলধনী ব্যয়ে রাজ্যগুলিকে বিশেষ সহায়তার জন্য প্রকল্প” ক্ষেত্রে ২৭টি রাজ্য উপকৃত হয়েছে

Posted On: 12 DEC 2020 9:08AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১২ ডিসেম্বর, ২০২০
 
    নতুন ঘোষিত “মূলধনী ব্যয়ে রাজ্যগুলিকে বিশেষ সহায়তার জন্য প্রকল্প” ক্ষেত্রে তামিলনাড়ু ব্যতিত বাদবাকি সমস্ত রাজ্য উপকৃত হয়েছে। গত ১২ই অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী আত্মনির্ভর ভারত প্যাকেজের অঙ্গ হিসেবে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন।
 
    এই প্রকল্পের উদ্দেশ্যই হল যেসমস্ত রাজ্য কোভিড-১৯ মহামারীর জেরে উদ্ভুত পরিস্থিতিতে রাজস্ব কর হ্রাসের কারণে কঠিন আর্থিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাদের মূলধনী ব্যয়ে গতি প্রদান করা। মূলধনী ব্যয়ে উচ্চগুণ সম্পন্ন প্রভাব রয়েছে। এটি ভবিষ্যতে উৎপাদনশীলতার ক্ষমতা বৃদ্ধি করবে এবং এরফলে উচ্চহারে অর্থনীতির প্রসার ঘটাবে। কেন্দ্রীয় সরকারের প্রতিকূল আর্থিক অবস্থা সত্ত্বেও ২০২০-২১ অর্থবর্ষে মূলধন ব্যয়ে ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে বিশেষ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
     এই প্রকল্প ক্ষেত্রে রাজ্য সরকারগুলির কাছ থেকে যথেচ্ছ সাড়া মেলে। এখনও পর্যন্ত ২৭টি রাজ্যের জন্য  ৯,৮৭৯.৬১ কোটি টাকার মূলধনী ব্যয়ের প্রস্তাব অর্থমন্ত্রক মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় প্রথম কিস্তি হিসেবে ইতিমধ্যে রাজ্যগুলিকে ৪,৯৩৯.৮১ কোটি টাকা প্রদান করা হয়েছে। এরসঙ্গে রাজ্য অনুসারে বরাদ্দ,  অনুমোদিত অনুদান এবং তহবিলগুলিকেও যুক্ত করা হয়েছে। 
 
    স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, পরিবহণ, শিক্ষা, নগরোন্নয়নের মতো অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মূলধনী ব্যয় প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের তিনটি অংশ রয়েছে। 
 
    প্রথম অংশ- এই প্রকল্পের প্রথম অংশে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি  অন্তর্ভুক্ত হয়েছে। এই অংশের আওতায় উত্তর পূর্বের ৭টি রাজ্য (অরুণাচলপ্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা)-এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বহু জনসংখ্যা এবং ভৌগলিক অঞ্চলের দিকে লক্ষ্য রেখে আসামের জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
 
    দ্বিতীয় অংশ- এই অংশে প্রথম অংশের অন্তর্ভুক্ত রাজ্যগুলি ব্যতিত অন্যান্য সমস্ত রাজ্যকে এর আওতায় নিয়ে আসা হয়েছে। এই অংশে ৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। 
 
    তৃতীয় অংশ- এই প্রকল্পের লক্ষ্যই হল রাজ্যগুলিতে বিভিন্ন নাগরিক কেন্দ্রিক সংস্কার সাধন। এই অংশের আওতায় ২ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। এই অর্থ কেবলমাত্র সেই রাজ্যগুলিকেই প্রদান করা হবে যারা অতিরিক্ত ঋণ গ্রহণের সংস্কারের সঙ্গে সম্পর্কিত চলতি বছরের ১৭ই মে অর্থমন্ত্রকের উল্লিখিত  ৪টি সংস্কারের মধ্যে কমপক্ষে ৩টি কার্যকর করেছে। এই চারটি সংস্কার হল- এক দেশ এক রেশন কার্ড, সহজে ব্যবসার সংস্কার, নগর কেন্দ্রিক স্থানীয় সংস্থা/ব্যবহার ক্ষেত্রে সংস্কার এবং বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার।
 
    ব্যয় বরাদ্দে রাজ্যগুলিকে বিশেষ সহায়তার জন্য প্রকল্পে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য ৬৩০ কোটি টাকা বরাদ্দ ও অনুমোদন করা হয়েছিল, এরমধ্যে ৩১৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। 
 
***
 
 
 
CG/SS/NS


(Release ID: 1680219) Visitor Counter : 139