জলশক্তি মন্ত্রক

জাতীয় জলপুরষ্কার-২০২০তে অংশ নেওয়ার জন্য জলশক্তি মন্ত্রক আবেদনপত্র আহ্বান করছে

Posted On: 09 DEC 2020 4:21PM by PIB Kolkata

নতুন দিল্লী, ৯ ডিসেম্বর, ২০২০

জলসম্পদ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জাতীয় জল পুরস্কার ২০২০র জন্য আবেদনপত্র আহ্বান করছে। মোট ১১ টি বিভাগকে চিহ্নিত করে এই পুরস্কার দেওয়া হবে।

এর মধ্যে রয়েছে

সেরা রাজ্য।

সেরা জেলা ( পাঁচটি অঞ্চলকে বিভক্ত করে দুটি করে মোট দশটি পুরস্কার দেওয়া হবে)

সেরা গ্রাম পঞ্চায়েত ( পাঁচটি অঞ্চলে বিভক্ত করে তিনটি করে মোট ১৫ টি পুরস্কার দেওয়া হবে)

সেরা পৌরসভা

সেরা প্রচার মাধ্যম ( সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যম)

সেরা বিদ্যালয়

সেরা প্রতিষ্ঠান

সেরা শিল্প

সেরা এনজিও

সেরা জল ব্যবহারকারী সংগঠন

এবং সেরা শিল্প যাদের কর্পোরেট সামাজিক দায়িত্ব বা সিএসআর রয়েছে।

এগারোটি বিভাগে মোট ৫২ টি পুরস্কার দেওয়া হবে।

সেরা রাজ্য এবং জেলা ব্যতিরেকে বাকি নয়টি পর্যায়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দু লক্ষ, দেড় লক্ষ এবং এক লক্ষ টাকা দেওয়া হবে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ফেব্রুয়ারি,২০২১।

আবেদনপত্র জমা দিতে হবে মাই গভ প্ল্যাটফর্মের ওয়েবসাইটে অথবা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের ইমেইল মারফত।

***

 

CG/SB



(Release ID: 1679565) Visitor Counter : 118