স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে; মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৪.৫ শতাংশের নীচে
Posted On:
03 DEC 2020 11:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর, ২০২০
দেশে গত ২৪ ঘন্টায় দৈনিক-ভিত্তিতে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। দেশে ৩৫ হাজার ৫৫১ জন নতুন করে করোনায় আক্রান্ত হলেও একদিনেই সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭২৬ জন। এর ফলে, গত ২৪ ঘন্টায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও ৫ হাজার ৭০১ জন কমেছে।
দেশে গত ৬ দিন লাগাতার দৈনিক সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেছে। দেশে আজ সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ৪.৫ শতাংশের নীচে।
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হওয়ায় ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে। বর্তমানে ভারতে মোট করোনায় আক্রান্তের কেবল ৪.৪৪ শতাংশ বা ৪ লক্ষ ২২ হাজার ৯৪৩ জন সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত হয়েছেন।
দৈনিক-ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার বৃদ্ধি পাওয়ার ফলে আজ দেশে আরোগ্যলাভের হার বেড়ে হয়েছে ৯৪.১১ শতাংশ। একইভাবে, সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৮৯ লক্ষ ৭৩ হাজার ৩৭৩। সুস্থতার সংখ্যা এবং সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যার মধ্যে ফারাক বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৮৫ লক্ষ ৫০ হাজার ৪৩০।
দেশে গত ২৪ ঘন্টায় আরোগ্য লাভকারীদের ৭৭.৬৪ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৫ হাজার ৯২৪ জন আরোগ্যলাভ করেছেন। দিল্লি থেকে একদিনেই সুস্থ হয়েছেন ৫ হাজার ৩২৯ জন এবং মহারাষ্ট্রে সুস্থতার সংখ্যা ৩ হাজার ৭৯৬।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের ৭৫.৫ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে একদিনেই সর্বাধিক ৬ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লি থেকে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৪৪। মহারাষ্ট্রে বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫০ জন।
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯.২৮ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে সর্বাধিক ১১১ জনের মৃত্যু হয়েছে। দিল্লি থেকে মারা গেছেন ৮২ জন এবং পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে আরও ৫১ জনের।
***
CG/BD/SB
(Release ID: 1678040)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam