স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড পরিস্থিতির পর্যালোচনা ও সহায়তা করতে কেন্দ্র হিমাচল প্রদেশ, পঞ্জাব ও উত্তরপ্রদেশে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছে


কোভিড সক্রিয় কেসের পরিমান মোট কেসের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে

আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৬৯ শতাংশ

Posted On: 22 NOV 2020 11:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২০


কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং ব্যবস্থাপনার জন্য কেন্দ্র হিমাচল প্রদেশ, পঞ্জাব ও উত্তরপ্রদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।


এই সমস্ত রাজ্যগুলিতে হাসপাতাল ও হোম আইসোলেশন এ থাকা নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এমনই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।


তিন সদস্যের প্রতিনিধি দলটি বিভিন্ন জেলায় পরিদর্শন করে কোভিড আক্রান্তদের পরিসংখ্যান দেখে কোভিড পরীক্ষার হার বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিহত করার উপায় সম্পর্কে রাজ্যগুলিকে সহায়তা করবেন।


বর্তমান কোভিড জনিত পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সময়মতো কোভিড রোগ নির্ণয়ের ওপর গুরুত্ব আরোপ করবে।


এর আগেও কেন্দ্র হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মনিপুর ও ছত্রিশগড়ে  উচ্চ পর্যায়ের  প্রতিনিধি দল পাঠিয়েছিল।


ভারতে বর্তমানে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৯৬২, যা মোট অ্যাক্টিভ কেসের থেকে নেমে ৪ দশমিক ৮৫ শতাংশ হয়েছে।


কোভিডে সুস্থতার সংখ্যা আজ বেড়ে হয়েছে ৯৩ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় হাজার ৪৯৩  জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৮৫ লক্ষ ২১ হাজার ৬১৭।


সুস্থতা এবং অ্যাক্টিভ কেসের মধ্যে দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে ৮০ লক্ষ ৮০ হাজার ৬৫৫।


দেশের ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে ২০ হাজারের নিচে রয়েছে। অন্যদিকে ৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ গ্যাসের সংখ্যা ২০ থেকে ৫০ হাজারের মধ্যে হলেও মহারাষ্ট্র ও কেরালায় তা ৫০ হাজারের উপরে রয়েছে। অন্যান্য দশটি  রাজ্যে আরোগ্যের হার নতুন করে হয়েছে ৭৭ দশমিক ৬৮ শতাংশ। দিল্লিতে ৬ হাজার ৯৬৩ জন এবং কেরালা ও মহারাষ্ট্রে যথাক্রমে ৬ হাজার ৭১৯ এবং ৪ হাজার ৮৮ জন আরোগ্য হয়ে উঠেছেন। এছাড়াও, দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা নতুন করে বেড়ে হয়েছে ৭৬ দশমিক ৮১ শতাংশ। এই সময়ে মোট ৪৫ হাজার ২০৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।


গত ২৪ ঘন্টায় দিল্লিতে ৫ হাজার ৮৭৯ জন, কেরালায় ৫ হাজার ৭৭২ জন এবং মহারাষ্ট্রে ৫ হাজার ৭৬০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।


তবে ১৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় গড়ের চেয়ে কম সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

***


CG/SB


(Release ID: 1674880) Visitor Counter : 221