প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় সেনাবাহিনী ২০টি প্রশিক্ষিত সামরিক ঘোড়া ও ১০টি বিস্ফোরক সনাক্তকরী কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে

Posted On: 10 NOV 2020 5:13PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ নভেম্বর, ২০২০

    ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষত দুই দেশের সেনাবাহিনী মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে তোলার অঙ্গ হিসেবে ভারতীয় সেনাবাহিনী আজ ২০টি সম্পূর্ণ প্রশিক্ষিত সামরিক ঘোড়া এবং ১০টি বিস্ফোরক সনাক্তকরী কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর ও ঘোড়া পরিচালনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে । 

    এই হস্তান্তর প্রক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধি  দলের নেতৃত্বে ছিলেন  ব্রহ্মাস্ত্র কর্পসের চিফ অফ স্টাফ মেজর জেনারেল নারিন্দর সিং খুরদ। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন যশোর বিভাগের কমান্ডিং মেজর জেনারেল মহম্মদ হুমায়ুন কবীর। ভারত-বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল সুসংহত চেকপোস্টে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকায় নিয়োজিত ভারতের হাই কমিশনার উপস্থিত ছিলেন।

    বাংলাদেশবাসীর সঙ্গে ভারতের অংশীদারিত্ব এক ভালো প্রতিবেশী সম্পর্কের রোল মডেল হিসেবে উঠে এসেছে। এরফলে দুই দেশের সৌজন্যতার বন্ধন আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। 

    ব্রহ্মাস্ত্র কর্পসের চিফ অফ স্টাফ মেজর জেনারেল নারিন্দর সিং জানান, ভারতীয় সেনাবাহিনীতে সামরিক কুকুরের ভূমিকা প্রশংসনীয়। সুরক্ষার বিষয়ে বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ দেশকে সবসময় সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। বিস্ফোরক সনাক্তকরী এই কুকুর বিশেষভাবে সক্ষম বলেও তিনি উল্লেখ করেন। 

   ***

 

CG/SS/NS



(Release ID: 1671773) Visitor Counter : 198