পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

শ্রী ধর্মেন্দ্র প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে জ্বালানী হিসেবে ব্যবহারের সুবিধা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

Posted On: 06 NOV 2020 2:24PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৬ নভেম্বর, ২০২০
 
 
 
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে জ্বালানী হিসেবে ব্যবহারের সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট সকলের কাছে প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন। পরিবহণ ক্ষেত্রে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে(এলএনজি) জ্বালানী হিসেবে ব্যবহার- শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেছেন, এই গ্যাস জ্বালানীর ভবিষ্যৎ এবং ব্যয় সাশ্রয়ী। তিনি বলেছেন, যদি এলএনজি-র বিষয়ে সঠিকভাবে প্রচার চালানো যায় তাহলে উপভোক্তারা এটি ব্যবহার করতে উৎসাহী হবেন।   
 
মন্ত্রী বলেছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রচুর পরিমাণে রয়েছে এবং এর ব্যবহার বাড়ানোর বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই জ্বালানী পরিবেশ বান্ধব। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন দেশ ক্রমশ গ্যাস ভিত্তিক অর্থনীতির দিকে এগোচ্ছে এবং টার্মিনাল, পাইপ লাইন, স্টেশন ইত্যাদি পরিকাঠামো গড়ে তুলতে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে। 
 
 
 
CG/CB/NS

(Release ID: 1670808) Visitor Counter : 136