বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
তৃণমূলস্তরের সমস্যার সমাধানে ভারত জুড়ে ১,৩০০-রও বেশি উজ্জ্বলমনস্ক যুব গভ টেক-থন ২০২০-তে যোগ দিয়েছে
Posted On:
06 NOV 2020 12:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ নভেম্বর, ২০২০
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের উদ্যোগে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি), আইইইই কম্পিউটার সোসাইটি এবং ওরাকেল-এর সহযোগিতায় আয়োজিত গভ টেক-থন, ২০২০ সফলভাবে শেষ হয়েছে ১ নভেম্বর। টানা ৩৬ ঘন্টা ধরে সারা ভারতবর্ষ জুড়ে ভার্চ্যুয়াল মাধ্যমে এই হ্যাকাথনের আয়োজন করা হয়। এখানে ৩৯০টি দল থেকে ১,৩০০ জনেরও বেশি উজ্জ্বলমনস্ক যুব নাম নথিভুক্ত করেছিল। গত দু'সপ্তাহে এই হ্যাকাথনের ওয়েবপেজ প্রত্যক্ষ করেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ।
কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের পাঁচটি সমস্যার সমাধানে ১০০টি দল থেকে ৪৪৭ জনের নাম নথিভুক্ত হয়েছিল। সরকার, শিক্ষাবিদ ও শিল্প সংস্থা থেকে ২৭ জনের একটি জুড়ির প্যানেল তাঁদের উত্থাপিত বিষয় মূল্যায়ন করে দেখে।
এবারের গভ টেক-থন ২০২০-তে যে পাঁচটি সমস্যার সমাধানে উদ্ভাবনী দিক তুলে ধরার জন্য আহ্বান জানানো হয়েছিল সেগুলি হল – (১) কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন মরশুমে কৃষকদের জন্য বিকল্প ফসল চাষের ব্যবস্থা; (২) বীজ সরবরাহ শৃঙ্খল ঠিক রাখা, বীজের মানোন্নয়ন; (৩) মোবাইল / ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশনে স্ক্যান এবং আপলোড করার পদ্ধতির উন্নয়ন; (৪) রিমোট সুপারভিশন সফটওয়্যার এবং ওয়েবক্যামের মাধ্যমে বাড়ি অথবা প্রতিষ্ঠান থেকে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার ওপর নজরদারি; (৫) যানবাহনের ফিটনেস পরীক্ষা পদ্ধতিতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা সরঞ্জাম নির্মাণ।
রবার্ট বোস ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড থেকে 'ফিট ফর ফিউচার' এই হ্যাকাথনে প্রথম স্থান অধিকার করেছে। যানবাহনের ফিটনেস পরীক্ষায় স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ক্ষেত্রে উদ্ভাবনী সমাধানের নমুনা প্রদর্শনের জন্য তারা প্রথম স্থান অর্জন করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজি, ভদোদরার 'হ্যাক ডেমনস' দ্বিতীয় স্থান অর্জন করেছে।
গভ টেক-থন ২০২০-র সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে এনআইসি-র মহানির্দেশক ডঃ নীতা ভার্মা জানান, এই ভার্চ্যুয়াল হ্যাকাথন সামাজিক ক্ষেত্র এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে এক অনন্য সমন্বয় গড়ে তুলেছে। সামাজিক অন্তর্ভুক্তি, সাধারণ মানুষের ক্ষমতায়ন এবং দেশের সামগ্রিক উন্নয়নে এই হ্যাকাথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি জানান।
আইইইই কম্পিউটার সোসাইটির কার্যনির্বাহী অধিকর্তা মেলিসা রোসেল বলেন, তাঁদের এই প্রতিষ্ঠান ওরাকেল ও এনআইসি-র সঙ্গে একজোট হয়ে কাজ করে পেশাদার ভিত্তিতে যে কোনও সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে বিশেষ সাহায্য করেছে। ওরাকেল ইন্ডিয়ার আঞ্চলিক ম্যানেজিং ডিরেক্টর শ্রী শৈলেন্দ্র কুমার জানান, এই হ্যাকাথন উদ্ভাবনী ক্ষেত্রে যুব সমাজের কাছে নিজেদের প্রতিভা বিকাশের অপার সুযোগ এনে দিয়েছে।
CG/SS/DM
(Release ID: 1670626)
Visitor Counter : 242