জলশক্তি মন্ত্রক
“জল সরবরাহ ব্যবস্থাপনার পরিমাপ ও নিরীক্ষণ” উন্নয়নের জন্য গ্র্যান্ড চ্যালেঞ্জে জমা পরা আবেদন পত্রগুলির মূল্যায়ণ পর্ব চলছে
Posted On:
05 NOV 2020 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ নভেম্বর, ২০২০
জল জীবন মিশন (জেজেএম)এর লক্ষ্যই হল ২০২৪ সালের মধ্যে গ্রামীণ পরিবারে নলবাহিত জল সংযোগের ব্যবস্থা করা। এই জল সংযোগ পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্যই হল পর্যাপ্ত পরিমাণে নিয়মিত এবং দীর্ঘমেয়াদ ভিত্তিক নির্ধারিত মানের জল সরবরাহ। এই কর্মসূচি পর্যবেক্ষণে এবং পরিষেবার মান সুনিশ্চিত করতে আধুনিক প্রযু্ক্তির ব্যবহার প্রয়োজন। জল সরবরাহ পরিকাঠামোর ডিজিটাইজেশনের সাহায্যে বর্তমান সমস্যাগুলির সমাধান করার পাশাপাশি ভবিষ্যতের প্রতিবন্ধকতাগুলি দূর করার সম্ভাবনা রয়েছে।
জল ব্যবস্থাপনায় প্রযুক্তি ক্ষেত্রকে কাজে লাগাতে জলশক্তি মন্ত্রকের অন্তর্গত পানীয় জল ও স্যানিটাইজেশন দপ্তরের আওতাধীন জাতীয় জল জীবন মিশন বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক একটি গ্র্যান্ড চ্যালেঞ্জ প্রতিযোগিতার কথা ঘোষণা করেছে। মূলত “জল সরবরাহ ব্যবস্থাপনা পরিমাপ ও নিরীক্ষণ” উন্নয়নের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ব্যাঙ্গালোরের সি-ড্যাক এই প্রতিযোগিতায় প্রযুক্তিগতভাবে সহায়তা প্রদান করছে।
ইতিমধ্যেই ২১৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তাদের আবেদনপত্র জমা পরেছে। এরমধ্যে ভারতীয় প্রযুক্তিগত প্রতিষ্ঠিত স্টার্ট আপ সংস্থাও যেমন রয়েছে তেমনি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ কোম্পানীও রয়েছে। ব্যক্তিগতভাবে অনেকেই এই প্রতিযোগিতায় আবেদন জমা দিয়েছেন। জমা পরা ২১৮টি আবেদন পত্রের মধ্যে ৪৬টি ব্যক্তিগত আবেদনপত্র জমা রয়েছে। এছাড়াও ৩৩টি কোম্পানী, ৭৬টি ভারতীয় প্রযুক্তিগত স্টার্ট আপ সংস্থা, ১৫টি লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ কোম্পানী এবং ৪৩টি এমএসএমই সংস্থা রয়েছে। জমা পরা আবেদনপত্রগুলির এখন মূল্যায়ণ পর্ব চলছে। এই প্রতিযোগিতায় বিজয়ীদের ৫০ লক্ষ এবং দুজন রানার্স-আপকে ২০ লক্ষ টাকা করে আর্থিক নগদ পুরস্কার দেওয়া হবে।
গ্রামীণ অঞ্চলে জল সরবরাহে পরিষেবা ব্যবস্থাপনার পরিমাপ ও নিরীক্ষণের জন্য একটি সুস্থায়ী ইকো-সিস্টেম প্রয়োজন। এক্ষেত্রে এই গ্র্যান্ড চ্যালেঞ্জ সেই সুযোগ তৈরি করবে। প্রতিটি গ্রামীণ পরিবারে গৃহস্থের ঘরে নলবাহিত পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে জল জীবন মিশনের আওতায় এই প্রতিযোগিতা বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
CG/SS/NS
(Release ID: 1670356)
Visitor Counter : 168