কয়লামন্ত্রক

কয়লা খনির বাণিজ্যিক নিলাম প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও উৎসাহ অব্যাহত

Posted On: 03 NOV 2020 5:53PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩ নভেম্বর, ২০২০

 

 

        কয়লা খনির বাণিজ্যিক নিলাম প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও উৎসাহ অব্যাহত। দ্বিতীয় দিনে ৩টি মধ্যপ্রদেশে এবং ১টি ঝাড়খন্ডের কয়লাখনি নিলামের জন্য রাখা হয়েছিল। এই খনিগুলিতে মোট ১ হাজার ৮৫ মেট্রিক টন কয়লা সঞ্চিত রয়েছে। পিক রেটেড ক্যাপাসিটি অনুসারে এই খনিগুলি থেকে বছরে ৯০ লক্ষ টন কয়লা উত্তোলন করা যাবে। বৈদ্যুতিন নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গিয়েছে। মধ্যপ্রদেশের বান্ধা খনিটি এনিল মাইনস অ্যান্ড মিনারেল রিসোর্সেস লিমিটেড, ধিরাওলি খনি স্ট্র্যাটাটেক মিনারেল রিসোর্সেস প্রাইভেড লিমিটেড, পশ্চিম সাহাপুর খনি সারদা এনার্জি অ্যান্ড মিনারেল লিমিটেড এবং ঝাড়খন্ডের ব্রহ্মাডিহা খনি, দ্য অন্ধ্রপ্রদেশ মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বরাত পেয়েছে। বান্ধা থেকে ৭৯৯.৮৪ কোটি টাকা, ধিরাওলি থেকে ৩৯৮.২৭ কোটি টাকা, সাহাপুর পশ্চিম থেকে ১০৩.৮৩ কোটি টাকা ও ব্রহ্মাডিহা থেকে ১১৪.৮১ কোটি টাকা বার্ষিক রাজস্ব পাওয়া যাবে।

 

 

CG/CB/NS


(Release ID: 1669894)