প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                
                    
                    
                        ভিয়েনায় জঙ্গি আক্রমণের নিন্দা করলেন প্রধানমন্ত্রী
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                03 NOV 2020 11:28AM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ৩ নভেম্বর, ২০২০
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিয়েনায় বর্বরোচিত জঙ্গি আক্রমণের তীব্র নিন্দা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, “ভিয়েনায় বর্বরোচিত জঙ্গি আক্রমণের ঘটনায় অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। জটিল এই সময়ে ভারত অস্ট্রিয়ার পাশে রয়েছে। এই জঙ্গি আক্রমণের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।”
 
CG/BD/DM
                
                
                
                
                
                (Release ID: 1669770)
                Visitor Counter : 165
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam