বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ডাঃ হর্ষ বর্ধন এবং শ্রী সঞ্জয় ধোতরে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডাক বিভাগের বিশেষ কভার প্রকাশ করেছেন
Posted On:
02 NOV 2020 5:07PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ নভেম্বর, ২০২০
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূ-বিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন ও ডাক, শিক্ষা, বৈদ্যুতিন, তথ্য প্রযুক্ত মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে আজ নতুন দিল্লিতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডাক বিভাগের বিশেষ কভার প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের ভাষণে ডাঃ হর্ষ বর্ধন বলেন, দেশের বিজ্ঞানীরা আন্তর্জাতিক স্তরে বিজ্ঞান ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ, অ্যাস্ট্রো ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাটোমিক ক্লক সহ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। তিনি বলেন, এখন ভারত বিজ্ঞান ক্ষেত্রে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একযোগ হয়ে কাজ করে চলেছে। বিগত ৬ বছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে তিনি দেশের বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেছেন বলেও জানান। বিজ্ঞানীরা যেভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার জন্য তাঁদের বিশেষ ধন্যবাদ জানান তিনি। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের বিজ্ঞানীরা এক নতুন দৃষ্টান্ত অর্জন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, বিজ্ঞানীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়ে প্রধানমন্ত্রী যে কথা বার বার বলেছেন, সেই কথা অনুসরণ করে বিজ্ঞানীদের কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানের প্রতিটি কাজ যেন মানুষের ভালোর জন্য হয়ে থাকে। এতে জীবন যাত্রার মানোন্নয়ন বৃদ্ধি পাবে। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সুবর্ণ জয়ন্তী স্মরণে ডাক বিভাগের এই ঐতিহাসিক বিশেষ কভার প্রকাশের জন্য প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় ধোতরে-কে বিশেষ ধন্যবাদও জানান। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে ডাক বিভাগ। ডাক বিভাগকে জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু বলে অভিহিত করেন তিনি। অনুষ্ঠানে শ্রী সঞ্জয় ধোতরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দরিদ্র মানুষের সাহায্যার্থে বিজ্ঞানীদের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা জানান, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করতে পেরেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর চলতি বছরের তেরসা মে থেকে ২০২১-এর তেসরা মে পর্যন্ত সুবর্ণ জয়ন্তী উদযাপনের পরিকল্পনা নিয়েছে। এই সুবর্ণ জয়ন্তী বছরে একাধিক অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছে দপ্তর। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শীর্ষ আধিকারিক, ডিরেক্টর অফ্ জেনারেল (ডাক বিভাগ) শ্রী বিনিত কুমার পাণ্ডে সহ ডাক বিভাগের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
CG/SS/SKD
(Release ID: 1669630)
Visitor Counter : 189