প্রতিরক্ষামন্ত্রক

এক সপ্তাহ ভারত সফরে কেনিয়ার সেনাপ্রধান

Posted On: 02 NOV 2020 4:00PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২ নভেম্বর, ২০২০

 

 

    কেনিয়ার সেনাপ্রধান (চিফ অফ ডিফেন্স ফোর্স) জেনারেল রবার্ট কিবোচি দেশের প্রতিরক্ষা মন্ত্রকের আমন্ত্রণে ২-৬ নভেম্বর পর্যন্ত ভারত সফরে এসেছেন। গত বছর মে মাসে কেনিয়ার সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নেওয়ার পর আফ্রিকার বাইরের কোন দেশ হিসেবে এই প্রথম ভারত সফরে এলেন তিনি। সপ্তাহব্যাপি এই সফরে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় সুরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং বিদেশ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দিল্লীতে বৈঠক করবেন। 

   তিনি আগ্রা, মাহও এবং বেঙ্গালুরু সফরেও যাবেন। ঘটনাচক্রে সেনাপ্রধান হিসেবে তিনি এই প্রথমবার ভারত সফরে এলেও এর আগে, কিবোচি ১৯৮৪-৮৭ সাল পর্যন্ত একজন তরুণ আধিকারিক হিসেবে মাহও-এ মিলিটারি কলেজ অফ টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে পড়াশুনা করে  সিগন্যাল অফিসার্স হিসেবে  ডিগ্রি লাভ করেছেন। 

    ২০১৬ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কেনিয়া সফরের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যখন এক অন্য মাত্রা পেতে শুরু করেছে তখন সেদেশের সেনাপ্রধানের ভারত সফর বিশেষ তাপর্যপূর্ণ। ২০১৭ সালে কেনিয়ার রাষ্ট্রপতি ভারত সফরে এসেছিলেন। এরপর ভারত ও কেনিয়ার মধ্যে সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে উঠে। দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাস দমন, রাষ্ট্রসংঘে শান্তি রক্ষা কার্যক্রম, চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা এবং সাইবার সুরক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ক্রমশই বৃদ্ধি পেয়েছে।

    ভারত ও কেনিয়ার মধ্যে গণতান্ত্রিক ও পেশাদারি স্বশস্ত্র বাহিনী রয়েছে। এই সফরের ফলে দুই দেশের স্বশস্ত্র বাহিনীর মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠবে। সেনাপ্রধান ৭ই নভেম্বর সফর শেষ করে ভারত থেকে রওনা হবেন।

 

 

CG/SS /NS



(Release ID: 1669566) Visitor Counter : 201