ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

কার্গিল-লেহ্-তে খাদি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে হাসি ফুটিয়েছে

Posted On: 02 NOV 2020 3:51PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২ নভেম্বর, ২০২০

 

 

    কার্গিল এবং লেহ্ হিমালয়ের শান্ত মনোরম পরিবেশের এক উপত্যকা। এই অঞ্চলে সুস্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে খাদি এবং গ্রামীণ শিল্পোদ্যোগ কমিশন (কেভিআইসি) সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। 

    ২০১৭-১৮ সালে কেভিআইসি প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি মূলক জনকল্যাণমুখী কর্মসূচির আওতায় কার্গিল এবং লেহ্-তে এক হাজারের কাছাকাছি বিভিন্ন ছোট ও মাঝারি উৎপাদন কেন্দ্র গড়ে তোলে। মাত্র সাড়ে তিন বছরে এর মাধ্যমে ৮ হাজার ২০০-রও বেশি স্থানীয় যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০১৭-১৮ সাল থেকে এই উৎপাদন কেন্দ্রগুলিকে ৩২.৩৫ কোটি টাকা অর্থ সাহায্য করা হয়েছে। 

    স্থানীয় মানুষের উপার্জনের সুবিধার্থে এবং জীবন জীবিকার সাহায্যের জন্য কেভিআইসি সিমেন্ট ব্লক উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে লোহা, ইস্পাত সামগ্রী উৎপাদন কেন্দ্র, গাড়ি মেরামত কর্মশালা, দর্জি, কাঠের আসবাবপত্র উৎপাদন কেন্দ্র, সাইবার ক্যাফে, বিউটি পার্লার এবং স্বর্ণালঙ্কার তৈরির কেন্দ্র ইত্যাদি নানা ক্ষেত্রে সমর্থন যুগিয়েছে। এমনকি কোভিড-১৯এর জেরে লকডাউনের মধ্যে ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ৬ মাসে কেভিআইসি কার্গিলে ২৬টি এবং লেহ্-তে নতুন প্রকল্প প্রতিস্থানের জন্য সাহায্য করেছে। এর মাধ্যমে এই দুই অঞ্চলে সাড়ে তিনশো ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি  হয়েছে।

    কেভিআইসি ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবর্ষের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কার্গিলে ৮০২ এবং লেহ্-তে ১৯১টি প্রকল্প প্রতিস্থাপন করেছে। এর মাধ্যমে কার্গিলে ৬ হাজার ৭৮১ এবং লেহ্-তে ১ হাজার ৪২১ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

    কেভিআইসি-র চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাকসেনা জানিয়েছেন, কার্গিল এবং লেহ্-তে পরিবেশগত সমস্যার মোকাবিলা করে এই অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী যে দৃষ্টিভঙ্গী ব্যক্ত করেছেন তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে উন্নয়ন কর্মযোজ্ঞ চলছে। এই দুই অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। মাত্র ৬ মাসেই লেহ্ এবং কার্গিল দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত হয়েছে এবং এখানকার উৎপাদন কেন্দ্রগুলি থেকে উৎপাদিত পণ্য সামগ্রী সাড়া দেশে ছড়িয়ে পরছে। কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে এই  দুই অঞ্চলের মানুষের মুখে হাসি ফুটেছে। 

 

CG/ SS/NS



(Release ID: 1669563) Visitor Counter : 183