আদিবাসীবিষয়কমন্ত্রক
আর্ট অফ লিভিং-এর সঙ্গে অংশীদারিত্বে আদিবাসী কল্যাণে ২টি উৎকর্ষ কেন্দ্রের সূচনা করেছেন শ্রী অর্জুন মুন্ডা
प्रविष्टि तिथि:
27 OCT 2020 4:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭শে অক্টোবর, ২০২০
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর্ট অফ লিভিং-এর সঙ্গে অংশীদারিত্বে আদিবাসী কল্যাণে ২টি উৎকর্ষ কেন্দ্রের সূচনা করেছেন। এই উপলক্ষ্যে আর্ট অফ লিভিং-এর গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর, আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীমতী রেণুকা সিং সারুতা, মন্ত্রকের সচিব শ্রী দীপক খান্ডেকর প্রমূখ উপস্থিত ছিলেন।
উৎকর্ষ কেন্দ্র ২টির উদ্বোধন উপলক্ষ্যে মন্ত্রী শ্রী মুন্ডা বলেন, মন্ত্রকের সঙ্গে সহযোগিতায় আর্ট অফ লিভিং-এর পক্ষ থেকে এই দুটি কেন্দ্রের সূচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রথম উৎকর্ষ কেন্দ্রটি মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ জেলায় আদিবাসী কৃষকদের পরম্পরাগত কৃষিকাজের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য চালু করা হচ্ছে। দ্বিতীয় উৎকর্ষ কেন্দ্রটি ঝাড়খন্ডের ১৫০টি গ্রাম ও ৩০টি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে ৫টি জেলায় পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সুদৃঢ়করণে চালু করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার, দেশে আদিবাসী মানুষের কল্যাণে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়ে শ্রী মুন্ডা বলেন, আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নে ২ লক্ষ কোটি টাকার বেশি তহবিল মঞ্জুর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পরিকল্পিত আত্মনির্ভর ভারত গঠনে এই উৎকর্ষ কেন্দ্র দুটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করে শ্রী মুন্ডা বলেন, আদিবাসী পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সুদৃঢ়করণের ফলে আদিবাসী মানুষের মধ্যে শিক্ষার আরো প্রসার ঘটবে এবং তারা সাংবিধানিক অধিকারগুলি সম্পর্কে আরো সচেতন হতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, এই উৎকর্ষ কেন্দ্র দুটি পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সিদ্ধান্ত প্রণয়ন এবং সাধারণ মানুষের উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।
বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রীমতী সারুতা বলেন, আদিবাসীদের কল্যাণে মন্ত্রক একাধিক কর্মসূচী রূপায়ন করছে। এছাড়াও অসরকারী সংগঠন এবং সামাজিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতায় আদিবাসী মানুষের কল্যাণে লক্ষণীয় অগ্রগতি হয়েছে। আর্ট অফ লিভিং প্রতিষ্ঠানের সুবিস্তৃত নেটওয়ার্ক এবং স্বেচ্ছাসেবীরা এই কর্মসূচীকে সফল করে তুলতে পারবেন বলেও শ্রীমতী সারুতা আশা প্রকাশ করেন।
CG/BD/SFS
(रिलीज़ आईडी: 1668105)
आगंतुक पटल : 254