কেন্দ্রীয়মন্ত্রিসভা
কেন্দ্রীয় মন্ত্রিসভা বহিঃবিশ্বে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার ও অন্বেষণ সংক্রান্ত সহযোগিতার বিষয়ে ভারত ও নাইজেরিয়ার মধ্যে সমঝোতাপত্রটিকে অনুমোদন দিয়েছে
Posted On:
21 OCT 2020 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২১ অক্টোবর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে বহিঃবিশ্বে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার ও অন্বেষণ সংক্রান্ত ভারত ও নাইজেরিয়ার মধ্যে সহযোগিতার বিষয়ে স্বাক্ষরিত সমঝোতাপত্রের সম্পর্কে জানানো হয়েছে। জুন মাসে বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং ১৩ই আগস্ট আবুজায় ন্যাশনাল স্পেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (এনএএসআরডিএ) এই সমঝোতা পত্র স্বাক্ষর করে।
বিস্তারিত তথ্য :
এই সমঝোতাপত্রের মাধ্যমে পৃথিবীর দূরসংবেদী ব্যবস্থাপনা, কৃত্রিম উপগ্রহ মারফত যোগাযোগ ও দিক নির্ণয়, মহাকাশ বিজ্ঞান ও মহাকাশে অন্বেষণ, মহাকাশযান, উৎক্ষেপণ যান, মহাকাশ ও পৃথিবীতে এ সংক্রান্ত ব্যবস্থাপনা, মহাকাশ গবেষণার বাস্তব প্রয়োগ (এরমধ্যে ভূপৃষ্ঠে স্থাপিত যন্ত্রপাতি ও প্রযুক্তি রয়েছে) এবং স্বাক্ষরকারীদের মধ্যে অন্যান্য সহযোগিতার ক্ষেত্রগুলিতে কাজ করা হবে।
এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে ইসরো/ মহাকাশ দপ্তর এবং নাইজেরিয়ার এনএএসআরডিএ-র থেকে সদস্যদের নিয়ে যৌথ কর্মীগোষ্ঠী তৈরি করা হবে। এই কর্মীগোষ্ঠী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করবে।
কৌশল ও লক্ষ্যপূরণ :
এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে ইসরো/ মহাকাশ দপ্তর এবং নাইজেরিয়ার এনএএসআরডিএ-র থেকে সদস্যদের নিয়ে যৌথ কর্মীগোষ্ঠী তৈরি করা হবে। এই কর্মীগোষ্ঠী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করবে।
প্রভাব :
এই সমঝোতাপত্র ফলে বিশ্বের দূরসংবেদী ক্ষেত্র, কৃত্রিম উপগ্রহের মারফত যোগাযোগ ও দিক নির্দেশনা, মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশের অন্বেষণে নতুন নতুন গবেষণার কাজে সুবিধা হবে।
ব্যয় :
স্বাক্ষরকারীরা সিদ্ধান্ত নিয়েছেন সহযোগিতার ভিত্তিতে কর্মসূচিগুলি বাস্তবায়িত করা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আলাপ-আলোচনা করে তহবিলের সংস্থান করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাক্ষরকারীদের দেশের আইনানুসারে অর্থের যোগান নিশ্চিত করা হবে।
সুবিধাভোগী :
এই সমঝোতাপত্রের মাধ্যমে নাইজেরিয়া সরকারের সঙ্গে মহাকাশ প্রযুক্তির প্রয়োগের বিষয়ে যে সহযোগিতা গড়ে উঠবে মানবজাতি তার সুফল পাবে। এরফলে দেশের সমস্ত অংশ উপকৃত হবে।
প্রেক্ষাপট :
বিগত এক দশকেরও বেশি সময় ধরে আনুষ্ঠানিকভাবে ভারত ও নাইজেরিয়া মহাকাশ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উদ্যোগী হয়েছে। নাইজেরিয়ায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে মহাকাশ সহযোগিতার জন্য একটি সমঝোতাপত্রের খসড়া তৈরি করা হয়। এরপর সেই খসড়া বিদেশ মন্ত্রকের মাধ্যমে নাইজেরিয়া প্রশাসনের কাছে পাঠানো হয়েছিল। দুই পক্ষের কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনার পর খসড়াটিতে প্রয়োজনীয় পরিবর্তন করা হয় এবং তারপর সেটিকে অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যদিও সমঝোতাপত্র স্বাক্ষর নির্দিষ্ট সময়েই হয়েছে কিন্তু কোভিড-১৯ পরিস্থিতি সহ আরও কিছু কারণে ২০১৯এর শেষে এবং ২০২০র শুরুতে কয়েকটি সফর বাতিল হওয়ায় এটি অনুমোদনে একটু দেরি হয়েছে।
CG/CB/NS
(Release ID: 1666499)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam