জাহাজচলাচলমন্ত্রক

ভারত এবং ইরানের চাবাহার বন্দরের মধ্যে পণ্য পরিবহণের ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড়ের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে

प्रविष्टि तिथि: 16 OCT 2020 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬ অক্টোবর, ২০২০

 

 

    কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রক ভারতের জওহরলাল নেহরু বন্দর ও দীনদয়াল বন্দর থেকে ইরানের চাবাহারে শহীদ বেহেস্তি বন্দরের মধ্যে মাল ও পণ্য পরিবহনের জন্য বর্তমান ৪০ শতাংশ ছাড়ের হার আরও একবছর পর্যন্ত বৃ্দ্ধি করেছে। 

    জাহাজ চলাচল মন্ত্রক জানিয়েছে এই সুবিধা গ্রহণের  জন্য শহীদ বেহেস্তি বন্দরে জাহাজে অন্তত ৫ হাজার মেট্রিক টন পণ্য বোঝাই করতে হবে। 

    এর জন্য  ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমন্বয় বজায় রেখে যৌথভাবে স্ট্যানডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে, যাতে চাবাহার বন্দরের শহীদ বেহেস্তি টার্মিনাল থেকে পণ্য বোঝাইয়ের সময় এই ছাড় মেলে।

    এই ছাড়ের মেয়াদ বাড়ানোর লক্ষ্য হল ইরানের চাবাহারে শহীদ বেহেস্তি বন্দরের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটানো। এরফলে জহওরলাল নেহরু বন্দর এবং দীনদয়াল বন্দর ও শহীদ বেহেস্তি বন্দরের মধ্যে উপকূলীয় পণ্য পরিবহণ বৃদ্ধি পাবে।

 

CG/SS /NS


(रिलीज़ आईडी: 1665309) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam