মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
এনএমডিসি লিমিটেড থেকে নগরনর ইস্পাত কারখানার পৃথকীকরণ এবং পৃথকীকরণের পর এই কারখানার কৌশলগত বিলগ্নিকরণে মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
14 OCT 2020 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে জাতীয় খনিজ উন্নয়ন নিগম (এনএমডিসি) লিমিটেড থেকে নগরনর ইস্পাত কারখানার পৃথকীকরণের প্রস্তাবে নৈতিক অনুমোদন মিলেছে। একই সঙ্গে, এই ইস্পাত কারাখানার পৃথকীকরণের পর কেন্দ্রীয় সরকারের সমস্ত শেয়ার বিক্রি করে কারখানায় কৌশলগত বিলগ্নিকরণের একটি প্রস্তাবেও মন্ত্রিসভা সায় দিয়েছে।
নগরনর ইস্পাত কারাখানায় বার্ষিক উৎপাদনের পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টন। ছত্তিশগড়ে বক্সার জেলায় নগরনরে ১ হাজার ৯৮০ একর এলাকা জুড়ে এনএমডিসি সুসংবদ্ধ এই ইস্পাত কারাখানা গড়ে তোলার কাজে যুক্ত রয়েছে। কারখানাটি গড়ে তোলার জন্য সংশোধিত খরচ ধরা হয়েছে ২৩ হাজার ১৪০ কোটি টাকা। ইতিমধ্যেই এনডিএমসি এই কারাখানা নির্মাণ খাতে ১৭ হাজার ১৮৬ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিনিয়োগ করা অর্থের মধ্যে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা মেটানো হয়েছে এনএমডিসি-র নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৫২৪ কোটি টাকা বন্ড বাজার থেকে সংগ্রহ করা হয়েছে।
এই অনুমোদনের সঙ্গে সঙ্গে ২০১৬-র ২৭শে অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি সংশোধন করা হ’ল, যাতে এনএমডিসি-র একটি ইউনিট হিসাবে নগরনর ইস্পাত কারাখানার বিলগ্নিকরণ করা যায়।
মন্ত্রিসভার আজকের এই সিদ্ধান্তের ফলে নগরনর ইস্পাত কারখানার পৃথকীকরণ প্রক্রিয়া এবং বিলগ্নিকরণের যাবতীয় কাজ ২০২১ এর সেপ্টেম্বর নাগাদ শেষ হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা হ’ল এনএমডিসি। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটিতে কেন্দ্রীয় সরকারের ৬৯.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।
CG/BD/SB
(Release ID: 1664465)
Visitor Counter : 142
Read this release in:
Malayalam
,
English
,
Marathi
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu