স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রতি ১০ লক্ষে মৃত্যু এবং আক্রান্তের সর্বনিম্ন সংখ্যা এবং সর্বাধিক সংখ্যায় নমুনা পরীক্ষার দিক থেকে ভারত তালিকায় অগ্রণী দেশগুলির মধ্যে রয়েছে; সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা লাগাতার নিম্নমুখী; গত ২৪ ঘন্টায় ৫৫ হাজার ৩৪২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন

Posted On: 13 OCT 2020 12:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অক্টোবর,  ২০২০

 

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্দিষ্ট রণকৌশল কার্যকর প্রয়াস গ্রহণের ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু হার ভারতে তুলনামূলক কম থাকায় বিশ্বের অগ্রণী দেশগুলির তালিকায় ভারত জায়গা করে নিয়েছে। 

বিশ্বে যেখানে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৯৪, সেখানে ভারতে এই সংখ্যা ৫ হাজার ১৯৯। এমনকি, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় আক্রান্তের হার ভারতের তুলনায় বেশি। অন্যদিকে, বিশ্বে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গড় মৃত্যুর সংখ্যা যেখানে ১৩৮, ভারতে এই সংখ্যা কেবল ৭৯। 

মোট নমুনা পরীক্ষার সংখ্যার নিরিখে ভারত বিশ্বের অগ্রণী দেশগুলির মধ্যে রয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ১০ লক্ষ ৭৩ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮ কোটি ৮৯ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়েছে। উচ্চ হারে লাগাতার নমুনা পরীক্ষার সংখ্যায় ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় আক্রান্তদের আগাম চিহ্নিতকরণ ও তাঁদের সময় মতো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। এর ফলে, সুস্থতার হার যেমন বেড়েছে, তেমনই মৃত্যু হারও নিম্নমুখী। 

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স প্রভৃতি উচ্চ আয়বিশিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের তুলনা করা সমীচীন হবে না। আদতে এই দেশগুলির জনসংখ্যা ও অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি সমান্তরাল নয়। এমনকি, প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু চিকিৎসক ও নার্সদের সংখ্যা, স্বাস্থ্য ক্ষেত্রে জিডিপি-র ব্যয় প্রভৃতির দিক থেকেও উচ্চ আয়ের দেশগুলির সঙ্গে ভারতের তুলনা করা ন্যায়সঙ্গত হবে না। বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে গেলে কোভিড-১৯ মোকাবিলায় ভারতের সুনির্দিষ্ট রণকৌশল এবং বিগত মাসগুলিতে জনস্বাস্থ্য ক্ষেত্রে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণের ফলে উৎসাহ-ব্যঞ্জক পরিণাম পাওয়া গেছে।

ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা নিরন্তর কমছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৩৪২ জন। এমনকি, গত ৫ সপ্তাহে দৈনিক-ভিত্তিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দৈনিক-ভিত্তিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৮৩০ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কমে হয়েছে ৭০ হাজার ১১৪।

ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার হ্রাস পাচ্ছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের মধ্যে কেবল ১১.৬৯ শতাংশই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্ত। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৩৮ হাজার ৭২৯। আক্রান্তের এই সংখ্যা লাগাতার ৫ দিন ৯ লক্ষের নীচে রয়েছে। 

নতুন করে আক্রান্তদের ৭৬ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। গত ২৪ ঘন্টায় ৭৭ হাজার ৭৬০ জন সুস্থ হয়েছেন। এর ফলে, সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৬২ লক্ষ ২৭ হাজার ২৯৫। একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৭৮ শতাংশ। সদ্য আরোগ্য লাভের সংখ্যার ৭৮ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সর্বাধিক ১৫ হাজারেরও বেশি আরোগ্য লাভ করেছেন মহারাষ্ট্র থেকে।

কোভিড-১৯ জনিত কারণে মৃত্যু হার গত ১০ দিন ধরে ১ হাজারেরও নীচে নেমে এসেছে। দেশে গত ২৪ ঘন্টায় ৭০৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৯ শতাংশের মৃত্যুর খবর মিলেছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে।

 

 

CG/BD/SB



(Release ID: 1664096) Visitor Counter : 144