যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

খেলাধুলো নিয়ে ক্রীড়া মন্ত্রকের জারি করা এসওপি'র মধ্যে দিয়ে অলিম্পিক প্রশিক্ষণ পুনরায় চালু হওয়ায় স্বাগত জানিয়েছেন সাঁতারুরা

प्रविष्टि तिथि: 10 OCT 2020 5:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২০

 

 

ভারতীয় সাঁতারুরা দেশজুড়ে সুইমিং পুলে পুনরায় সাঁতার প্রশিক্ষণ চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শুক্রবার, ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস (এসওপি) জারি করা হয়েছে। এর ফলে সাঁতারের প্রতিযোগীরা প্রশিক্ষণের জন্য  সুইমিং পুল ব্যবহার করতে পারবেন ।  গত ৩০ সেপ্টেম্বর  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কনটেন্ট জোন ব্যতীত সুইমিং পুলগুলি পুনরায়  চালু করার অনুমতি দেয়।

 

অলিম্পিকে বি মার্কে যোগ্যতা অর্জনকারী ছয় জন ভারতীয় সাঁতারুর মধ্যে অন্যতম  ভীরধোওয়াল  খাদে যিনি ২০০৮ সালের অলিম্পিকে অংশ নিয়েছিলেন, তিনি এই সিদ্ধান্তে অত্যন্ত খুশী। তিনি বলেছেন  'আমি আনন্দিত যে সাঁতারুরা খুব শীঘ্রই আবার পূর্ণ ফর্মে ফিরে আসার সুযোগ পাবেন।  আমি আশা করি, রাজ্য সরকারগুলি শীঘ্রই কেন্দ্রের গৃহীত সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়ে নিজ নিজ  সিদ্ধান্ত নেবে, যাতে  সাঁতারু প্রতিযোগিরা আবার পুরো দমে  প্রশিক্ষণ শুরু করতে পারেন। "

 

 আগস্টে সাই (এসএআই) দুবাইয়ে দু'মাসের একটি প্রশিক্ষণ শিবিরকে অনুমোদন দিয়েছিল। সাঁতারু শ্রীহরি নটরাজ এবং কুশগ্রা রাওয়াত  সেই প্রশিক্ষণ  শিবিরে উপস্থিত ছিলেন। তাঁরা দু'জনই বি মার্কে যোগ্যতা অর্জন করেছেন।  পাশাপাশি সাজান প্রকাশ'ও দুবাইতে প্রশিক্ষণ নিয়েছেন। ভারতে প্রশিক্ষণের জন্য  সুইমিং পুলগুলি আবারও চালু হওয়ার খুশি ব্যক্ত করেন তিনি। 

 

 কোভিড -১ ৯ মহামারীর জের আপাতত স্থগিত রয়েছে অলিম্পিক।তবে এই প্রশিক্ষণ চালু হওয়ায়  ভারতের সাঁতারুদের বিশেষ  সহায়তা প্রদান  করবে। দ্রোণাচার্য পুরষ্কারজয়ী  প্রশিক্ষক নীহার আমীন  বলেছেন  প্রশিক্ষণ পুনরায় শুরু করা এ ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ। 

 

 সুইমিং  ফেডারেশন অফ ইন্ডিয়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে । সংগঠনের সাধারণ সম্পাদক  মোনাল চোকশি বলেছেন  কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের জারি করা এই নির্দেশিকা মেনে ক্রীড়াবিদদের সুরক্ষার বিষয়টি সকলকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। 

 

CG/SS


(रिलीज़ आईडी: 1663448) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Tamil , Telugu