প্রতিরক্ষামন্ত্রক

ডিআরডিও দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজষ্ক্রিয় প্রতিরোধী ক্ষেপনাস্ত্র (রুদ্রম)-এর সফল উৎক্ষেপণ করেছে

Posted On: 09 OCT 2020 3:12PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯ অক্টোবর, ২০২০

 

 

ওড়িশার উপকূল থেকে অত্যাধুনিক তেজষ্ক্রিয় প্রতিরোধী ক্ষেপনাস্ত্র (রুদ্রম)-এর আজ সফল উৎক্ষেপণ হয়েছে। এই ক্ষেপনাস্ত্রটি হুইলার দ্বীপে নির্ধারিত তেজষ্ক্রিয় লক্ষ্যে আঘাত হেনেছে। এসইউ-৩০ এমকে১ যুদ্ধবিমান থেকে এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপিত হয়েছে।

প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ভারতীয় বিমান বাহিনীর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজষ্ক্রিয় প্রতিরোধী ক্ষেপনাস্ত্র রুদ্রম তৈরি করেছে। এর মধ্যে আইএনএস-জিপিএস দিক নির্দেশনা ব্যবস্থা ও আঘাত হানার জন্য প্যাসিভ হোমিং হেড প্রযুক্তি রয়েছে। রুদ্রম তেজষ্ক্রিয় লক্ষ্যবস্তুতে নিঁখুত আঘাত হানতে পারে।

প্যাসিভ হোমিং হেড প্রযুক্তি বিভিন্ন মাত্রার তেজষ্ক্রিয়তাকে শনাক্ত করতে সক্ষম। শত্রুপক্ষের বিমান বাহিনীর প্রতিরোধী ব্যবস্থাপনাকে দূর থেকে এই ক্ষেপনাস্ত্র আঘাত হানতে পারে।

এর ফলে দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার তেজষ্ক্রিয় প্রতিরোধী ক্ষেপনাস্ত্র শত্রুপক্ষের রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য রেডিও ফ্রিকোয়েন্সির নিঃসৃত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

 

 

CG/CB/NS


(Release ID: 1663154) Visitor Counter : 310