কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারত ও জাপানের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্রের স্বাক্ষর
Posted On:
07 OCT 2020 4:33PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৭ অক্টোবর, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ভারত ও জাপানের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরের অনুমতি দেওয়া হয়েছে।
এই সহযোগিতা সংক্রান্ত সমঝোতাটি পারস্পরিক স্বার্থকে রক্ষা করতে সাহায্য করবে; যারমধ্যে রয়েছে- সাইবার জগতের ক্ষমতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষা, নিত্যনতুন প্রযুক্তির বিষয়ে সহযোগিতা, সাইবার নিরাপত্তার জন্য তথ্যের আদান-প্রদান, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অশনি সংকেত দেখা দিলে ও সাইবার জগতের বিভিন্ন বিদ্বেষপূর্ণ কাজকর্ম প্রতিহত করা । এর জন্য একটি যৌথ ব্যবস্থাপনা গড়ে তুলবার উদ্দেশ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিকাঠামোর নিরাপত্তা বৃদ্ধি করতে হবে।
ভারত ও জাপান সাইবার জগতের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য, অবাধ, মুক্ত ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। ইন্টারনেটের মাধ্যমে উদ্ভাবন, আর্থিক সমৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ২টি দেশ একযোগে কাজ করছে। এক্ষেত্রে উভয় দেশের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের সঙ্গে নিজ নিজ দেশের আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে স্বীকৃতি দেওয়া হয়।
উভয় পক্ষই সহযোগিতা সংক্রান্ত এই সমঝোতার বিষয়ে রাষ্ট্রসংঘ সহ আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার নিয়মগুলিকে মান্যতা দেয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সামগ্রীর সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে ভারত ও জাপান নিজেদের মধ্যে আলোচনা ও কৌশলগত তথ্য বিনিময় করে থাকে। সরকারি স্তরে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতার মাধ্যমে তথ্য সংযোগ প্রযুক্তির নিরাপত্তাকে আরও দৃঢ় করা হয়। দুই দেশের সংশ্লিষ্ট ক্ষেত্রের সংস্থাগুলির সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার ফলে এই প্রক্রিয়া আরও শক্তিশালী হয়েছে।
CG/CB/NS
(Release ID: 1662476)
Visitor Counter : 203
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam