নির্বাচনকমিশন
বিহারে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন আয়োজন করাই মূল লক্ষ্য : মুখ্য নির্বাচন কমিশনার
Posted On:
05 OCT 2020 5:24PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ অক্টোবর, ২০২০
নির্বাচন কমিশন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচন আয়োজনে যেসব পর্যবেক্ষকদের কাজে লাগাবে তাদের নিয়ে বৈঠক করেছে। এই বৈঠকটি ভার্চুয়াল এবং তাঁদের উপস্থিতি౼ দুভাবে হয়েছে। ৭০০র বেশি সাধারণ, পুলিশ ও ব্যয় নির্বাহ সংক্রান্ত পর্যবেক্ষক ১১৯টি জায়গা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। দিল্লীতে ৪০ জন পর্যবেক্ষক বৈঠকে যোগ দেন ।
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুনীল আরোরা পর্যবেক্ষকদের জানান, কোভিড-১৯ মহামারীর আন্তর্জাতিক প্রভাবের কারণে বিহারে এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অতিরিক্ত সতকর্তা অবলম্বন করতে হচ্ছে। মহামারীর এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তিনি জোর দিয়ে বলেছেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ স্বচ্ছভাবে নির্বাচন আয়োজনের সঙ্গে কোভিড নিরাপত্তার দিকটিও নির্বাচন কমিশনে অঙ্গীকারের মধ্যে রয়েছে। ভোটারদের মধ্যে আস্থা অর্জন করাতে হবে যাতে তারা নিরাপদে ভোটগ্রহণ কেন্দ্র গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পর্যবেক্ষকদের তিনি বন্ধু, পথপ্রদর্শক ও পরামর্শদাতার ভূমিকা নিতে বলেছেন যাতে এইসব পর্যবেক্ষকরা স্থানীয় স্তরে নির্বাচন আয়োজকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। অতীতে কয়েকজন বিশেষ ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষকের ভূমিকার প্রশংসা করে শ্রী অরোরা বলেছেন, তাঁদের নিরপেক্ষতা নির্বাচন কমিশনের সংবিধান অনুসারে কাঙ্খিত ভূমিকার সঙ্গে সাযুজ্য রেখেছে।
নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র পর্যবেক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন কমিশন ইতিমধ্যেই দু-জন বিশেষ ব্যয় নির্বাহী পর্যবেক্ষককে নিয়োগ করেছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আরও পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে। কমিশন ২১শে আগস্ট যেসব নীতি-নির্দেশিকা জারি করেছে সেগুলি যথাযথভাবে মেনে চলার ওপর শ্রী চন্দ্র গুরুত্ব দিয়েছেন।
নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার বলেছেন, পর্যবেক্ষকদের মনে রাখতে হবে তৃণমূল স্তরে তাঁরাই হবেন নির্বাচন কমিশনের আসল মুখ। তিনি বলেছেন, তৃণমূল স্তরে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নির্বাচন কমিশনের মহাসচিব শ্রী উমেশ সিনহা সহ অন্যান্য উপ-নির্বাচন কমিশনাররা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। শ্রী সিনহা আধিকারিকদের নির্বাচনের পরিকল্পনা, নিরাপত্তা জনিত ব্যবস্থাপনা, এসভিইইপি এবং সংবাদ মাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। প্রবীণ উপনির্বাচন কমিশনার শ্রী ধর্মেন্দ্র শর্মা জানিয়েছেন ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। উপ-নির্বাচন কমিশনার শ্রী সুদীপ জৈন , বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র এবং ভিভিপ্যাট ব্যবস্থাপনা ও নির্বাচক তালিকার বিষয় নিয়ে আলোচনা করেছেন। নির্বাচন কমিশনের বিহারের দায়িত্বপ্রাপ্ত উপ-নির্বাচন কমিশনার শ্রী চন্দ্র ভূষণ কুমার এই নির্বাচনে কোভিড পরিস্থিতিতে আইনী দিকগুলি ছাড়াও আদর্শ আচরণবিধির বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন। উপ-নির্বাচন কমিশনার শ্রী আশিস কুন্দ্রা পর্যবেক্ষকদের তথ্যপ্রযুক্তির ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। প্রতিটি অধিবেশনে কোভিড নিরাপদ নির্বাচন আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
CG/CB /NS
(Release ID: 1661875)
Visitor Counter : 170