স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে পরপর ১১ দিন করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নিচে থেকে এক মাইলফলক অতিক্রম করেছে


কেবল ১২ দিনেই ১০ লক্ষ আরোগ্য লাভ করেছেন

Posted On: 02 OCT 2020 12:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২০
 
 
 
 
এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ভারতে পরপর ১১ দিন সুস্পষ্ট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নিচে রয়েছে।  করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নিচে থেকে আজ এই সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৪২ হাজার ২১৭। 
 
দৈনিক ভিত্তিতে কোভিড-১৯ রোগীদের অধিক সংখ্যায় আরোগ্য লাভের ফলে ভারতে উচ্চহারে আরোগ্য লাভের প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ৭৮,৮৭৭ জন আরোগ্য লাভ করেছেন। এর ফলে, জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে বেড়ে হয়েছে ৮৩.৭০ শতাংশ। 
 
ভারতে আজ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। দেশে গত ১২ দিনে আরও ১০ লক্ষ করোনা রোগী আরোগ্য লাভ করেছেন। এর ফলে,করোনায় আক্রান্ত রোগীদের উচ্চহারে আরোগ্য লাভের প্রবণতা অন্যান্য দেশের তুলনায় ভারতে অক্ষুণ্ণ রয়েছে। 
 
 করোনায় আক্রান্তদের ৭৬.৬২ শতাংশই ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। আজ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে সুস্পষ্ট করোনায় আক্রান্তের হার ১৪.৭৪ শতাংশ। রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র সবার ওপরে রয়েছে। এই রাজ্যে ২ লক্ষ ৫০ হাজারের বেশি  করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। কর্ণাটকে এই সংখ্যা ১ লক্ষের বেশি। 
 
৫ হাজারের কম সুস্পষ্ট করোনায় আক্রান্ত রোগী রয়েছেন দেশে এমন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ১৪।
 
দেশে গত ২৪ ঘন্টায় আরও ৮১,৪৮৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তদের ৭৮.০৭ শতাংশই ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এর মধ্যে সর্বাধিক ১৬ হাজারের বেশি আক্রান্তের খবর মিলেছে মহারাষ্ট্র থেকে। কর্ণাটক থেকে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। এমনকি, কেরল থেকে আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি। 
 
সদ্য আরোগ্য লাভের ৭২ শতাংশই ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। সর্বাধিক সংখ্যায় আরোগ্য লাভের খবর মিলেছে মহারাষ্ট্র থেকে। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। 
 
দেশে গত ২৪ ঘন্টায় ১,০৯৫ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৩.৩৭ শতাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মৃতদের মধ্যে ৩৬ শতাংশই বা ৩৯৪ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে এবং ১৩০ জন মারা গেছেন কর্ণাটকে। 
 
 
 
CG/CB/DM

(Release ID: 1661029) Visitor Counter : 115