জলশক্তি মন্ত্রক

জল জীবন মিশনের আওতায় গ্রামে প্রত্যেক বাড়িতে বিশেষ করে দরিদ্র মানুষদের কাছে পাইপের সাহায্যে জল পৌঁছে দেওয়ার উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সমস্ত গ্রামের গ্রাম প্রধানদের কাছে আবেদন জানিয়েছেন

Posted On: 01 OCT 2020 5:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, অক্টোবর, ২০২০

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশনের সফল বাস্তবায়নের জন্য ২৯শে সেপ্টেম্বর সব গ্রাম পঞ্চায়েত প্রধানদের একটি চিঠি পাঠিয়েছেন। 'হর ঘর জল' – এই লক্ষ্য পূরণে গ্রামের প্রধান এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সাহায্য চেয়েছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, এই প্রকল্পকে সফল করার জন্য কিভাবে জনসাধারণ সাহায্য করতে পারেন। এর মাধ্যমে শুধুমাত্র জল সরবরাহের চাহিদাই পূরণ হবে না, একইসঙ্গে কলেরা, ডিসেন্ট্রি, ডায়রিয়া, টাইফয়েড, এনসেফেলাইটিস ইত্যাদি জলবাহিত অসুখগুলিও দূর করা সম্ভব হবে। এই প্রকল্পের সাহায্যে স্বচ্ছ এবং নিরাপদ জল পাওয়ার ফলে মানুষের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দূর হবে।

 

প্রধানমন্ত্রীর এই চিঠির সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে আত্মনির্ভর ভারত গড়ার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। ওই চিঠিতে গত 'বছর ধরে সড়ক, আবাসন, শৌচালয়, রান্নার গ্যাসের সংযোগ, বিদ্যুৎ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পেনশন যাতে সবাই পান, তার জন্য কেন্দ্রের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করা আছে। প্রত্যেক বাড়িতে যাতে পানীয় জল পৌঁছতে পারে তার জন্য পরিকল্পনা, বাস্তবায়ন এবং প্রকল্পের রক্ষণাবেক্ষণের কাজ গ্রামের মানুষই করবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

 

তাঁর চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, জল সঙ্কটের ফলে মহিলা শিশুরা কতটা সমস্যায় পড়ে। মহিলারা তাই এই জল সংক্রান্ত ব্যবস্থাপনায় নেতৃত্ব দিলে এর বাস্তবায়ন সফলভাবে হতে পারে। প্রধানমন্ত্রী সব গ্রাম প্রধানের কাছে আবেদন জানিয়েছেন, গ্রামের প্রতিটি বাড়িতে, বিশেষ করে দরিদ্র এবং প্রান্তিক মানুষের কাছে যাতে পাইপের মাধ্যমে জলের সংযোগ পৌঁছয় তাঁরা যেন সে বিষয়টি নিশ্চিত করেন। শ্রী মোদী আশা প্রকাশ করেছেন, গ্রাম প্রধানরা করোনা মহামারীর থেকে সকলকে রক্ষা করার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পড়া বাধ্যতামূলক করার বিষয়গুলি নজরে রাখবেন।

 

প্রধানমন্ত্রী 'মার্গদর্শিকাপুস্তিকাটি প্রকাশ করেছেন। এই পুস্তিকায় গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং জল জীবন মিশনের মাধ্যমে জল সমিতির কাজের বিষয়ে উল্লেখ করা হয়েছে। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে জল জীবন প্রকল্পটি বাস্তবায়িত করা হচ্ছে যাতে ২০২৪ সালের মধ্যে গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছনো নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী এই উপলক্ষে জল জীবন মিশনের লোগোটিও প্রকাশ করেছেন। গত এক বছর ধরে দেশে কোটি ৩০ লক্ষ বাড়িতে পাইপের সাহায্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজকের তারিখে কোটি ৫০ লক্ষ বাড়িতে নিরাপদ জল সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে যা গ্রামাঞ্চলে মোট বাড়ির ৩০ শতাংশ।

 

CG/CB/DM



(Release ID: 1660975) Visitor Counter : 143