অর্থমন্ত্রক
২০২০-র সেপ্টেম্বর মাসে জিএসটি-বাবদ রাজস্ব সংগ্রহ
Posted On:
01 OCT 2020 3:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২০
২০২০-র সেপ্টেম্বর মাসে জিএসটি-বাবদ মোট রাজস্ব সংগ্রহের পরিমাণ ৯৫,৪৮০ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি-বাবদ ১৭,৭৪১ কোটি টাকা, এসজিএসটি-বাবদ ২৩,১৩১ কোটি টাকা, আইজিএসটি-বাবদ ৪৭,৪৮৪ কোটি টাকা (পণ্যসামগ্রী আমদানি থেকে সংগৃহীত ২২,৪৪২ কোটি টাকা সহ) এবং সেস-বাবদ ৭,১২৪ কোটি টাকা (পণ্যসামগ্রী আমদানি থেকে সংগৃহীত ৭৮৮ কোটি টাকা সহ) সংগৃহীত হয়েছে।
কেন্দ্রীয় সরকার সিজিএসটি খাতে ২১,২৬০ কোটি টাকা এবং আইজিএসটি-বাবদ এসজিএসটি খাতে ১৬,৯৯৭ কোটি টাকার নিষ্পত্তি করেছে। গত সেপ্টেম্বর মাসে প্রথা মাফিক দাবিদাওয়া নিষ্পত্তির পর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির মোট রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে সিজিএসটি খাতে ৩৯,০০১ কোটি টাকা এবং এসজিএসটি খাতে ৪০,১২৮ কোটি টাকা।
২০২০-র সেপ্টেম্বর মাসে রাজস্বের পরিমাণ গত বছরের ওই একই মাসের তুলনায় ৪ শতাংশ বেশি। আলোচ্য মাসে পণ্যসামগ্রী আমদানি থেকে রাজস্বের পরিমাণ শতাংশের হারে বেড়ে হয়েছে ১০২ এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে রাজস্বের পরিমাণ বেড়ে হয়েছে ১০৫ শতাংশ।
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-এর সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গে রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল ৩,২৫৫ কোটি টাকা এবং চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই পরিমাণ বেড়ে হয়েছে ৩,৩৯৩ কোটি টাকা, যা গত বছরের ওই একই মাসের সংগ্রহের তুলনায় ৪ শতাংশ বেশি।
CG/BD/DM
(Release ID: 1660862)
Visitor Counter : 197