আয়ুষ
স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিষয়ে মহাত্মা গান্ধীর চিন্তাভাবনাগুলি পুনরুদ্দীপ্ত করতে একগুচ্ছ মেগা ওয়েবিনার
Posted On:
30 SEP 2020 12:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২০
আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মহারাষ্ট্র ও গোয়া রিজিওনাল আউটরিচ ব্যুরো (আরওবি)-র সহযোগিতায় পুণের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নেচারোপ্যাথি ৪০ দিনব্যাপী একগুচ্ছ ওয়েবিনার সিরিজের আয়োজন করছে। এই ওয়েবিনারগুলি ২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর নেচারোপ্যাথি দিবস উদযাপনের দিন শেষ হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ওয়েবিনারগুলি আয়োজন করা হয়েছে। যে কোনও ব্যক্তি ফেসবুকে https://www.facebook.com/punenin-এই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবিনারগুলি দেখতে পারবেন। ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য আগাম রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। কয়েকটি ওয়েবিনার আয়ুষ ভার্চ্যুয়াল কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। এই ওয়েবিনারগুলিতে যোগদানের লিঙ্ক আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হবে।
'মহাত্মা গান্ধী - নিরাময়কারী' শীর্ষক ভাবনার ওপর ভিত্তি করে এই ওয়েবিনারগুলি আয়োজন করা হবে। একুশ শতকে সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিষয়ে মহাত্মা গান্ধীর চিন্তাভাবনাগুলির প্রাসঙ্গিকতার গুরুত্ব পৌঁছে দেওয়াই এই ওয়েবিনারগুলি আয়োজনের উদ্দেশ্য। বিশেষ করে, নেচারোপ্যাথির উপকারিতা প্রসারেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর এক গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে ওয়েবিনারের সমাপ্তি হবে।
এই ওয়েবিনারগুলিতে স্বাস্থ্য ও পুষ্টিগত বিষয়ে গান্ধীজির চিন্তাভাবনা নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও বিশেষজ্ঞরা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করবেন। ওয়েবিনারগুলিতে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডঃ মার্ক লিন্ডলে, অস্ট্রেলিয়া থেকে ডঃ গাম্ভি ওয়াটস, বিশিষ্ট গান্ধীবাদী ঐতিহাসিক ডঃ গীতা ধরমপাল, অধ্যাপক শম্ভু প্রসাদ, পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধিকর্তা অধ্যাপক শ্রীনাথ রেড্ডি প্রমুখ। ওয়েবিনারগুলিতে গান্ধীজির কর্মজীবন এবং আদর্শ নিয়ে একগুচ্ছ দুর্লভ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে।
একবিংশ শতাব্দীর শ্রোতা-দর্শকদের কাছে স্বাস্থ্য ও পুষ্টি বিশেষ করে, নেচারোপ্যাথির প্রভাব সম্পর্কে গান্ধীজির বার্তা ছড়িয়ে দিতে এই ওয়েবিনারগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
মহাত্মা গান্ধীর খাদ্য ও পুষ্টি সম্পর্কে গভীর আগ্রহের কথা অনেকেরই অজানা। এই প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক জনস্বার্থে গান্ধীজির চিন্তাভাবনাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ওয়েবিনার সিরিজ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন থেকে ৪৮টি সিরিজের এই ওয়েবিনারের সূচনা হবে।
উল্লেখ করা যেতে পারে, মহাত্মা গান্ধী ১৯৪৫-এর ১৮ নভেম্বর নেচার কেয়ার-এর কার্যকারিতা সম্পর্কে যে অঙ্গীকার প্রকাশ করেছিলেন তাকে স্মরণে রেখেই কেন্দ্রীয় সরকার ১৮ নভেম্বর দিনটিকে নেচারোপ্যাথি দিবস হিসেবে ঘোষণা করেছে। দেশ ও বিদেশের বহু নেচারোপ্যাথি প্রতিষ্ঠান ও নেচারোপ্যাথিতে আগ্রহী এমন ব্যক্তিবিশেষ ও সংগঠনগুলি এই দিনটি উদযাপন করে থাকে।
CG/BD/DM
(Release ID: 1660321)
Visitor Counter : 272