স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

বেশ কিছুদিন ধরে টানা নতুন করে আক্রান্তদের তুলনায় ভারতে সুস্থতার সংখ্যা বেশি

Posted On: 27 SEP 2020 11:44AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭ সেপ্টেম্বর, ২০২০

 


    গত ৯ দিন ধরে টানা ভারতে নতুন করে আক্রান্তদের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে ঊর্ধ্ব গতিতে। দৈনিক গড়ে সুস্থতার সংখ্যা ৯০ হাজারের বেশি। 


    দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৯২ হাজার ৪৩ জন। যেখানে নতুন আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৬০০। এই নিয়ে সুস্থতার মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫০ লক্ষ (৪৯ লক্ষ ৪১ হাজার ৬২৭)। ঊর্ধ্বগতি বজায় রেখে জাতীয় সুস্থতার হার বর্তমানে ৮২.৪৬ শতাংশ।


    দৈনিক সুস্থতার উচ্চহার ভারতকে গোটা বিশ্বে সবচেয়ে বেশি সুস্থতার সংখ্যায় শীর্ষে রেখেছে।


    যেহেতু ভারতে নতুন আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি তাই সুস্থতার হার এবং আক্রান্তের হারের শতকরা হিসেবের মধ্যে পার্থক্য বেড়েই চলেছে। 


    সুস্থতার সংখ্যা এবং আক্রান্তের সংখ্যার মধ্যে পার্থক্য প্রায় ৫০ লক্ষ (৪৯ লক্ষ ৮৫ হাজার ২২৫)।


    আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরেই ১০ লক্ষের নিচে। মোট পজিটিভ কেসের মধ্যে অ্যাক্টিভ কেসের হার মাত্র ১৫.৯৬ শতাংশ এবং তা ক্রমেই আরও কমছে। 


    কেন্দ্র এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের মধ্যে নিবিড়, অতিসক্রিয়, সমন্বিত এবং কার্যকরী সমন্বয়ের ফলেই দৈনিক সুস্থতার সংখ্যা উঁচুতে রাখা সম্ভব হয়েছে। 


    ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থতার সংখ্যা নতুন করে আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি। 


    এই ফলাফল সম্ভব হয়েছে দীর্ঘমেয়াদী বহুমুখী রণকৌশল এবং উপযু্ক্ত সক্রিয়তা, তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়মিত পর্যালোচনার ফলে। দেশজুড়ে নমুনা পরীক্ষা মাধ্যমে দ্রুত চিহ্নিতকরণ, চটজলদি নজরদারি এবং খোঁজ রাখা ও তার সঙ্গে সঠিক মাত্রায় চিকিৎসা পরিষেবার জন্যই এই উৎসাহব্যাঞ্জক ফলাফল। 

 


CG/AP /NS

 



(Release ID: 1659619) Visitor Counter : 140