যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
পোষণ অভিযানের আওতায় রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনে এখনও পর্যন্ত নেহরু যুব কেন্দ্র সংগঠন পুষ্টি সংক্রান্ত ১ লক্ষেরও বেশি কর্মসূচি গ্রহণ করেছে
Posted On:
27 SEP 2020 10:16AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২০
পোষণ অভিযানের আওতায় প্রতি বছর সেপ্টেম্বর মাস রাষ্ট্রীয় পোষণ মাস হিসাবে উদযাপিত হয়। ২০১৮ থেকে সার্বিক পুষ্টি বিধানের লক্ষ্যে এই কর্মসূচিটি রূপায়িত হয়ে আসছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক গত পয়লা সেপ্টেম্বর থেকে পোষণ মাস উদযাপন উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। পোষণ মাস উদযাপনের উদ্দেশ্য হ’ল – পুষ্টি সূচকে উন্নতির লক্ষ্যে সারা দেশে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচার।
যুব বিষয়ক দপ্তরের নেহরু সংগঠন কেন্দ্র গত দু’বছর ধরে সেপ্টেম্বর মাসে সারা দেশে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করে আসছে।এই কর্মসূচির মাধ্যমে পুষ্টির গুরুত্ব সম্পর্কে প্রতিটি বাড়িতে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের অঙ্গ হিসাবে জেলা নেহরু কেন্দ্রগুলি জাতীয় যুব স্বেচ্ছাসেবক, ইয়ুথ ক্লাবের সদস্য কোভিড-স্বেচ্ছাসেবক, গঙ্গা-দূত এবং অন্যান্যদের উৎসাহিত করছে। অপুষ্টি, স্তন্যপানের গুরুত্ব, রান্নার কাজে লিঙ্গ সমতা প্রভৃতি বিষয়ে গ্রামবাসীদের সচেতন করে তোলা হচ্ছে। এই কাজে জেলা প্রশাসনের পাশাপাশি, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী কিরেণ রিজিজু বলেছেন, নেহরু যুব কেন্দ্র সংগঠন বিশ্বের অন্যতম বৃহৎ একটি সংগঠন। এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা জাতি গঠন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের মতো একাধিক সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিরন্তর সাধারণ মানুষকে সচেতন করে চলেছে। সেপ্টেম্বর মাসে সার্বিক পুষ্টির গুরুত্ব সম্পর্কে প্রত্যেক বাড়িতে পুষ্টি সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার যে প্রয়াস গ্রহণ করা হয়েছে, তা আরও নিবিড়তর করা হচ্ছে।
পোষণ মাস চলাকালীন সময়ে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলিতে ৫১ লক্ষেরও বেশি যুবক-যুবতী ও গ্রামবাসী অংশগ্রহণ করেছেন। এছাড়াও, অপুষ্টি প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে ১ হাজার ১২৫টি ওয়েবিনার আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারগুলিতে পুষ্টি বিশেষজ্ঞরা মহামারীর সময় মহিলা ও শিশুদের পৌষ্টিক আহার গ্রহণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করেছেন। এছাড়াও, রাষ্ট্রীয় পোষণ মাস অভিযানের অঙ্গ হিসাবে ৭৪ হাজারেরও বেশি গ্রামে পুষ্টির গুরুত্ব সম্পর্কে ব্যানার ও প্রচার-পুস্তিকা বিতরণ করা হয়েছে। এমনকি, সামাজিক দূরত্ববিধি বজায় রেখে বিশিষ্ট নাগরিকদের নিয়ে ১ হাজার ৮০০-রও বেশি বৈঠক আয়োজন করা হয়েছে, যেখানে ৩৬ হাজারেরও বেশি যুবক-যুবতী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে পুষ্টি সম্পর্কে সচেতনতা প্রচারের কাজে ৩৮ লক্ষেরও বেশি গ্রামবাসী উপকৃত হয়েছেন।
স্বেছাসেবকদের সক্রিয় সহযোগিতায় পোষণ মাস চলাকালীন বিভিন্ন গ্রামে ২৯ হাজারেরও বেশি পদযাত্রা, দৌড় কর্মসূচি, সাইকেল যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটিকা স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শন, প্রদর্শনী, ক্যুইজ প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1659617)
Visitor Counter : 251