কৃষিমন্ত্রক

খরিফ শস্যের মরশুমে গত বছরের ১০৬৬.০৬ লক্ষ হেক্টর-এর তুলনায় এবছর ১১১৬.৮৮ লক্ষ হেক্টর জমিতে ফসল চাষ হয়েছে

Posted On: 25 SEP 2020 3:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২০

 


কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং রাজ্য সরকারগুলির একাধিক জনকল্যাণমূলক কর্মসূচী সফলভাবে প্রয়োগের প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারত সরকার সময়মতো বীজ, কীটনাশক, সার, যন্ত্রপাতি সরবরাহ ও মহামারীর জেরে লকডাউন পরিস্থিতিতে ঋণের সুবিধা প্রদান করেছে। কোভিড-১৯ এর কোনো প্রভাব খরিফ ফসলের ওপর পড়েনি। কৃষকদের সময়মতো ঋণ প্রদান এবং প্রযুক্তিগত সহায়তাদান ও সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রদানের ফলে খরিফ শস্যের মরশুমে ফসলের চাষ বেড়েছে।


গত বছর এই সময় ১০৬৬.০৬ লক্ষ হেক্টর জমিতে ফসলের চাষ হয়েছিল। এবছর তা বেড়ে ১১১৬.৮৮ লক্ষ হেক্টর জমিতে ফসলের চাষ হয়েছে। তবে, চলতি বছরের পয়লা অক্টোবরে খরিফ মরশুমের ফসল চাষের চূড়ান্ত হিসেবে পাওয়া যাবে।


ধান : গত বছর ৩৮৫.৭১ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল। এবছর ৫.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০৭.১৪ লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।


ডাল : গত বছর ১৩৩.৯৪ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ হয়েছিল। এবছর তা ৪.০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৯.৩৬ লক্ষ হেক্টর জমিতে চাষ হয়েছে।


মোটা দানা শস্য :  চলতি বছরের ১৮৩.০১ লক্ষ হেক্টর জমিতে মোটা দানা শস্যের চাষ হয়েছে। গত বছর এই সময় ১৮০.৩৫ লক্ষ হেক্টর জমিতে মোটা দানা শস্যের চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এবার ১.৪৭ শতাংশ বেশি পরিমাণ জমিতে মোটাদানা শস্যের চাষ হয়েছে।


তৈলবীজ : গত বছর ১৭৯.৬৩ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজের চাষ হয়েছিল। এবছর তা ৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯৭.১৮ লক্ষ হেক্টর জমিতে তৈলবীজের চাষ হয়েছে।


আখ : এবছর ৫২.৮৪ লক্ষ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। গত বছর ৫১.৮৯ লক্ষ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এবছরে ১.৮৩ শতাংশ বেশি পরিমাণ জমিতে আখ চাষ হয়েছে।


তুলো : গত বছর ১২৭.৬৭ লক্ষ হেক্টর জমিতে তুলো চাষ হয়েছিল। এবছর তা ২.১১ শতাংশ বেশি অর্থাৎ ১৩০.৩৭ লক্ষ হেক্টর জমিতে তুলো চাষ হয়েছে।


পাট ও মেস্তা : এবছর ৬.৯৮ লক্ষ হেক্টর জমিতে পাট ও মেস্তা চাষ হয়েছে। গত বছর ৬.৮৬ লক্ষ হেক্টর জমিতে এই চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এবছরে ১.৭৮ শতাংশ জমিতে পাট ও মেস্তা চাষ হয়েছে।


২৪শে সেপ্টেম্বর পাওয়া তথ্য অনুযায়ী পয়লা জুন থেকে দেশে এই সময়কালে ৯২৮.৮ মিলিমিটার বৃ্ষ্টিপাত হয়েছে। যা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেশের ১২৩টি জলাধানে ৯৯ শতাংশ জল পূর্ণ রয়েছে।

 

 


CG/SS/SKD


(Release ID: 1659199) Visitor Counter : 353