আইনওবিচারমন্ত্রক

ন্যায় দপ্তর ‘টেলি-ল’ কর্মসূচির সাফল্য সম্বলিত প্রথম পুস্তিকার বৈদ্যুতিন সংস্করণ “রিচিং দ্যা আনরিচড- ভয়েসেস অফ দ্যা বেনিফিসিয়ারিজ”- প্রকাশ করেছে

Posted On: 23 SEP 2020 10:15AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর, ২০২০
 
 
 
 
কেন্দ্রীয় ন্যায় দপ্তর টেলি-ল কর্মসূচির বিষয়ে প্রথম বৈদ্যুতিন পুস্তিকা “রিচিং দ্যা আনরিচড- ভয়েসেস অফ দ্যা বেনিফিসিয়ারিজ”- প্রকাশ করেছে। বর্তমানে ১১৫টি উচ্চাকাঙ্খী জেলা সহ ২৬০টি জেলার এবং ২৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২৯৮৬০টি সিএসসি-তে ৩ লক্ষের বেশি সুবিধাভোগী এই কর্মসূচির সুবিধা পাচ্ছেন।
 
গ্রাম স্তরে মানুষের আইনী পরামর্শ পেতে এই বুকলেট সাহায্য করবে। বিকল্প ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ তাদের বিভিন্ন বিবাদ মেটানোর জন্য যে আশঙ্কা করেন সে বিষয়ে তাদের সব রকমের ভ্রান্ত ধারণা এরফলে দূর হবে। অন্যায়ের বিরুদ্ধে লাড়াই, সম্পত্তির বিবাদ, কোভিড মুক্তদের জন্য সুবিধা, তথ্যের মাধ্যমে ক্ষমতায়ণ, বিভিন্ন নিয়মের বেড়াজাল থেকে মুক্তি এবং গার্হস্থ্য হিংসা- এই ৬টি বিষয়ে খুব সহজ ভাষায় এই বইতে সবকিছু বলা আছে।  
 
‘ডিজিটাল ইন্ডিয়া ভিশন’ অর্থাৎ দেশে ডিজিটাল কাজকর্মে উৎসাহদানের জন্য টেলি-ল কর্মসূচি ২০১৭ সালে শুরু হয়। ভিডিও কনফারেন্স, টেলিফোনের সাহায্যে কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষরা আইনজীবিদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। বিভিন্ন আইনী সমস্যা থেকে দ্রুত মুক্তির জন্য টেলি-ল কর্মসূচিতে স্বেচ্ছাসেবকরা সাহায্য করেন। এই স্বেচ্ছাসেবকদের নালসা এবং সিএসসি-র সাহায্যে যোগাযোগ করা যায়। তৃণমূল স্তরের এই সৈনিকরা আবেদনকারীর সঙ্গে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যোগাযোগ রাখেন। আইনজীবিদের গোষ্ঠী,  সুবিধাভোগীদের নানা ধরণের পরামর্শ দিয়ে থাকেন। https://www.tele-law.in/ -এই পোর্টালের সাহায্যে বিভিন্ন তথ্য জানতে পারা যাবে। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দপ্তরের ‘প্রয়াস’ পোর্টালেও এই তথ্যগুলি রাখা থাকবে। এরজন্য আলাদা একটি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে যেখান থেকে কি ধরণের পরামর্শ দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। ন্যায় দপ্তর টেলি-ল’র সাহায্যে বিভিন্ন আইনী সহায়তা দেওয়ার উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী করবে। “রিচিং দ্যা আনরিচড- ভয়েসেস অফ দ্যা বেনিফিসিয়ারিজ” দেখার জন্য নিচের লিঙ্কটি ক্লিক করুন- https://static.pib.gov.in/WriteReadData/userfiles/DOJ%20completed%20file%20ODF_compressed%20final.pdf  
 
 
 
 
CG/CB/NS


(Release ID: 1658211) Visitor Counter : 149