শিল্পওবাণিজ্যমন্ত্রক

কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে পেট্রোলিয়াম ও বিস্ফোরক নিরাপত্তা সংগঠন (পেসো)কে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে তরলীকৃত অক্সিজেন দেশের অভ্যন্তরে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে

Posted On: 23 SEP 2020 10:43AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর, ২০২০

 

 

        কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে দ্রুত যথেষ্ট পরিমানে অক্সিজেন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আইএসও কন্টেনারের সাহায্যে তরলীকৃত অক্সিজেন পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে।

        শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর পেট্রোলিয়াম ও বিস্ফোরক নিরাপত্তা সংগঠন (পেসো)কে দেশের অভ্যন্তরে তরলীকৃত অক্সিজেন আইএসও কন্টেনারের মাধ্যমে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। সড়ক পথে নিরাপদে দ্রুত আইএসও কন্টেনারের মাধ্যমে অক্সিজেন নিয়ে যাওয়া যাবে। ক্রায়োজেনিক অক্সিজেন উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর সরকার এ বিষয়ে উদ্যোগী হয়। আইএসও ট্যাঙ্ক আন্তর্জাতিক গুণমান বজায় রেখে তৈরি হয়। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই ট্যাঙ্কগুলির মধ্যে বেশ কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত আস্তরণ থাকে। এর সাহায্যে ২০ মেট্রিক টন তরল অক্সিজেন এক জায়গা থেকে আর এক জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়।

 

 

CG/CB/NS



(Release ID: 1658178) Visitor Counter : 161