প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ফিটনেসের ব্যাপারে প্রবল উৎসাহী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন


ফিট ইন্ডিয়া অভিযানের প্রথম বার্ষিকী উপলক্ষে ফিট ইন্ডিয়া ডায়লগ আয়োজন করা হচ্ছে

Posted On: 22 SEP 2020 12:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২০

 



এক অভিনব উদ্যোগের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৪ তারিখ ফিট ইন্ডিয়া অভিযানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের সাধারণ নাগরিক সহ ফিটনেসের ব্যাপারে প্রবল উৎসাহী এমন কয়েকজন ব্যক্তির সঙ্গে অনলাইনে ফিট ইন্ডিয়া ডায়লগ অনুষ্ঠানে মতবিনিময় করবেন।

এই মতবিনিময় অনুষ্ঠানে ফিটনেসের ব্যাপারে নজির স্থাপন করেছেন এমন কয়েকজন ব্যক্তিত্বও তাঁদের ফিটনেস সংক্রান্ত বিভিন্ন উপদেশ ও পরামর্শ সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এমনকি, প্রধানমন্ত্রীও ফিটনেস এবং সুস্বাস্থ্যের ব্যাপারে তাঁর চিন্তাভাবনা জনসমক্ষে তুলে ধরবেন। অনলাইন এই মতবিনিময় অনুষ্ঠানে ফিটনেসের দিক থেকে নজির সৃষ্টিকারী যে সমস্ত ব্যক্তি অংশগ্রহণ করবেন তাঁদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, মিলিন্দ সোমন, ঋতুজা দিভেকর প্রমুখ।

কোভিডের সময় ফিটনেস দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। তাই এই মতবিনিময় অনুষ্ঠানে পুষ্টি সার্বিক কল্যাণ এবং ফিটনেস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অর্থবহ আলোচনা হবে।

জনগণের আন্দোলন হিসেবে প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ফিট ইন্ডিয়া ডায়লগ বা মতবিনিময় ভারতকে একটি ফিট বা সুস্থ-সবল রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সাধারণ মানুষকে সামিল করার এক অভিনব প্রয়াস। ফিট ইন্ডিয়া অভিযানের মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে, সহজ-সরল উপায়ে এবং ব্যয়সাশ্রয়ী পন্থার মাধ্যমে ফিট থাকার ব্যাপারে সচেতন করে তোলা ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ফিটনেসকে অন্তর্ভুক্ত করে আচার-আচরণগত পরিবর্তন নিয়ে আসা।

ফিট অভিযানের সূচনার পর থেকে গত এক বছরে এই অভিযানের আওতায় একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলিতে সমাজের সমস্ত শ্রেণীর বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান, প্লগ রান, সাইক্লোথন, ফিট ইন্ডিয়া উইক, ফিট ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট ও অন্যান্য কর্মসূচিগুলিতে ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই অভিযান প্রকৃত অর্থেই জন-অভিযানের রূপ নিয়েছে।

ফিট ইন্ডিয়া ডায়লগ বা মতবিনিময় অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ফিটনেসের ব্যাপারে অত্যুৎসাহী মানুষ অংশগ্রহণ করবেন। এর ফলে, নাগরিকরাই যে এই অভিযানের মূল কেন্দ্রবিন্দু তা আরও একবার সুদৃঢ় হবে। এমনকি, অভিযানের সাফল্যও সাধারণ মানুষেরই প্রাপ্য।

ফিট ইন্ডিয়া মতবিনিময় অনুষ্ঠানে যে কোনও ব্যক্তি আগামী ২৪ তারিখ সকাল ১১-৩০ মিনিট থেকে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে অংশ নিতে পারবেন :
https://pmindiawebcast.nic.in

 

 


CG/BD/DM



(Release ID: 1657738) Visitor Counter : 184