রাষ্ট্রপতিরসচিবালয় 
                
                
                
                
                
                
                    
                    
                        ওনম উৎসবের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 AUG 2020 6:40PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ৩০ আগস্ট, ২০২০
 
 
রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ ওনম উৎসবের প্রাক্কালে এক বার্তায় বলেছেন, “পবিত্র ওনম উৎসব উপলক্ষে আমি আমার সমস্ত সহ-নাগরিকবৃন্দ, বিশেষ করে কেরলের ভাই ও বোনেদের আন্তরিক অভিনন্দন জানাই।
ওনম উৎসব আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রতীক। এই উৎসব নতুন ফসলের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতার অভিব্যক্তি প্রকাশ করে।
কোভিড-১৯ মহামারীর সময় এই উৎসব উদযাপনে আমাদের অবশ্যই সমাজের দুর্বল শ্রেণীর মানুষের প্রতি আরও যত্নশীল হয়ে উঠতে হবে এবং আমাদের পরিবার ও বৃহত্তর অর্থে সমাজের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এই উৎসব দেশে সহযোগিতা ও সৌভ্রাতৃত্ববোধের মানসিকতাকে দৃঢ় করুক এবং প্রকৃতি মায়ের সঙ্গে সহাবস্থানের সময় সম্প্রীতি বজায় রেখে আমাদের সমৃদ্ধির পথকে আরও সুগম করুক।”
 
 
CG/BD/DM 
                
                
                
                
                
                (Release ID: 1649908)
                Visitor Counter : 228