প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                
                    
                    
                        প্রধানমন্ত্রী আগামীকাল রানি লক্ষ্মীবাঈ সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করবেন
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                28 AUG 2020 8:30PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ২৮ আগস্ট, ২০২০
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রানি লক্ষ্মীবাঈ (আরএলবি) সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করবেন। বেলা ১২-৩০ মিনিটে এই অনুষ্ঠানটি  হবে। 
আরএলবি সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ঝাঁসিতে অবস্থিত। বুন্দেলখণ্ড অঞ্চলের এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। 
২০১৪-১৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়। এখানে কৃষি, উদ্যানপালন এবং অরণ্য সম্পর্কিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রম রয়েছে।
নতুন ভবন তৈরি হওয়ার আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম ঝাঁসির ইন্ডিয়ান গ্রাসল্যান্ড অ্যান্ড ফডার রিসার্চ ইনস্টিটিউট-এ হত।
প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে এই অনুষ্ঠানে মতবিনিময় করবেন।
 
 
CG/CB/DM 
                
                
                
                
                
                (Release ID: 1649405)
                Visitor Counter : 197
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Tamil 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam