শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

২৪০০ আইসোলেশন বেড সুবিধা সহ সারাদেশে ২১টি ইএসআইসি হাসপাতালকে কোভিড -১৯ হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে: সন্তোষ গাঙ্গোয়ার

Posted On: 08 AUG 2020 5:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ আগস্ট, ২০২০

 



কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত   প্রতিমন্ত্রী শ্রী  সন্তোষ গাঙ্গোয়ার এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টর শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিয়ানার ফরিদাবাদের এমপ্লয়ীজ’ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন(ইএসআইসি) মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাজমা ব্যাংকের উদ্বোধন করেছেন।

 অনুষ্ঠানে সন্তোষ গাঙ্গোয়ার বলেন, কোভিড -১৯ রোগীদের চিকিত্সার জন্য এই প্লাজমা ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 তিনি আরও বলেন কোভিড সংকটের সময় সারাদেশে ২১টি ইসিআইসি হাসপাতালকে কোভিড -১৯ হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এই হাসপাতালগুলিতে ২৪০০ টিরও বেশি আইসোলেশন বেড, ২০০ ভেন্টিলেটর সহ ৫৫০টি আইসিইউ / এইচডিইউ বেডের সুবিধা রয়েছে।  রাজস্থানের আলওয়ার, বিহারের বিহতা ও পাটনা, কর্ণাটকের গুলবার্গা এবং ছত্তিশগড়ের  কোরবা -এই চারটি রাজ্যে ইসিআইসি হাসপাতালে প্রায় ১৩০০ শয্যা বিশিষ্ট কোরান্টাইন সুবিধা রয়েছে।

হরিয়ানার ফরিদাবাদ, নতুন দিল্লির বাসাইদরপুর এবং হায়দ্রাবাদের সানথনগর ইএসআইসি হাসপাতালে কোভিড -১৯ পরীক্ষার সুবিধা রয়েছে।


 ফরিদাবাদ ও সানথনগর ইএসআইসি হাসপাতালে প্লাজমা থেরাপির ব্যবস্থা রয়েছে এবং হায়দ্রাবাদে গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধা রয়েছে। কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইএসআইসির উচ্ছ্বসিত প্রশংসা করেন শ্রী গাঙ্গোয়ার।

 

 


CG/SS



(Release ID: 1644499) Visitor Counter : 169