স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯-এর সংক্রমিতদের আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৯.৪৩%


চিকিৎসাধীন সংক্রমিতদের থেকে ১ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন

Posted On: 01 JUL 2020 5:22PM by PIB Kolkata

নতুনদিল্লী, ১ জুলাই, ২০২০ 

 

 

দেশে কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সমন্বিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করায় তার সুফল পাওয়া যাচ্ছে। 

 

চিকিৎসাধীন সংক্রমিতদের থেকে  এক  লক্ষ ৩০ হাজারের  কাছাকাছি ౼১,২৭,৮৬৪ জন বেশী  সুস্থ হয়ে উঠেছেন।    

 

কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার ৫৯.৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৩,১৫৭জন সুস্থ হয়েছেন। দেশে মোট ৩,৪৭,৯৭৮  জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২,২০,১১৪জন  কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।     

 

নমুনা পরীক্ষা করার জন্য দেশে পরীক্ষাগারের সংখ্যা  বৃদ্ধি করার উদ্যোগ অব্যাহত। সরকারী পরীক্ষাগার ৭৬৪টি ও বেসরকারি পরীক্ষাগার ২৯২টি ౼অর্থাৎ মোট ১০৫৬টি পরীক্ষাগার এই মুহূর্তে দেশের নানা প্রান্তে রয়েছে। এর মধ্যে ৩৬৫টি সরকারী ও ২১১টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৫৭৬টি) রিয়েল টাইম পিসিআরের মাধ্যমে, ৩৬৭টি সরকারি ও ২৭টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৩৯৪টি)  ট্রুন্যাটের মাধ্যমে  এবং ৩২টি সরকারি ও ৫৪টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৮৬টি) সিবিন্যাটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।     

 

গত ২৪ ঘন্টায় ২,১৭,৯৩১টি নমুনা পরীক্ষা হয়েছে, যার পরিমাণ দৈনিক হিসেবে সর্বোচ্চ। এ পর্যন্ত দেশে মোট ৮৮,২৬,৫৮৫টি নমুনার পরীক্ষা হয়েছে।       

 

কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।

 

  কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in  অথবা  ncov2019[at]gov[dot]in - এই দুটি  ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে।  এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা পেতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন -   

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

 

 

 

CG/CB



(Release ID: 1635753) Visitor Counter : 148