স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য
দেশে এখন ২,১৩,৮৩০ জন কোভিড-১৯ সংক্রমিত সুস্থ হয়ে গেছেন
সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৪.১৩ শতাংশ
Posted On:
20 JUN 2020 3:35PM by PIB Kolkata
নতুনদিল্লি, ২০ জুন, ২০২০
দেশে কোভিড-১৯এ সংক্রমিত ৯,১২০ জন রোগী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২,১৩,৮৩০ জন। অর্থাৎ কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে এর পরিমাণ ৫৪.১৩ শতাংশ। বর্তমানে ১,৬৮,২৬৯ জন কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
এখন নমুনা পরীক্ষা করার জন্য দেশে পরীক্ষাগারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকারী পরীক্ষাগার ৭১৫টি ও বেসরকারি পরীক্ষাগার ২৫৯টি ౼অর্থাৎ মোট ৯৭৪টি পরীক্ষাগার রয়েছে। এর মধ্যে ৩৫০টি সরকারী ও ১৯৩টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৫৪৩টি) রিয়েল টাইম পিসিআরের মাধ্যমে, ৩৩৮টি সরকারি ও ১৮টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৩৫৬টি) ট্রুন্যাটের মাধ্যমে এবং ২৭টি সরকারি ও ৪৮টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৭৫টি) সিবিন্যাটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
গত ২৪ ঘন্টায় ১,৮৯,৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৬৬,১৯,৪৯৬টি নমুনার পরীক্ষা হয়েছে।
কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।
কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in অথবা ncov2019[at]gov[dot]in - এই দুটি ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে। এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬ অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন -
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf
CG/CB
(Release ID: 1632944)
Visitor Counter : 168
Read this release in:
Punjabi
,
English
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam