স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য


সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫২.৪৭ শতাংশ

কোভিড-১৯ এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে একঘরে করার উদ্যোগ প্রতিহত করতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের নির্দেশিকা

Posted On: 16 JUN 2020 2:15PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ জুন, ২০২০

 

 

দেশে কোভিড-১৯এ সংক্রমিত ১০,২১৫ জন রোগী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৮০,০১২ জন। অর্থাৎ  কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে এর পরিমাণ ৫২.৪৭ শতাংশ। এর থেকে বোঝা যাচ্ছে মোট সংক্রমিতদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে ১,৫৩,১৭৮ জন  কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।       

 

কোভিড-১৯ এ সংক্রমণের পর যারা সুস্থ হয়ে উঠেছেন, যারা এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং তাঁদের পরিবারের সদস্যদের কাউকে একঘরে করার চেষ্টা করা হলে সেই সমস্যা মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকাটি দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-

https://www.mohfw.gov.in/pdf/GuidetoaddressstigmaassociatedwithCOVID19.pdf             

                                    

কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।

 

  কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in  অথবা  ncov2019[at]gov[dot]in - এই দুটি  ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে।  এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন -  

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

 

 

 

CG/CB/NS



(Release ID: 1631987) Visitor Counter : 141