প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌ-বাহিনী ‘সমুদ্র সেতু’ অভিযানে ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে

Posted On: 08 JUN 2020 10:10AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ জুন, ২০২০

 

 


ভারতীয় নৌ-বাহিনী ৮ই মে থেকে বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ‘সমুদ্র সেতু’ অভিযান শুরু করেছে। ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘জলস্বা’ এবং ‘মগর’ ইতিমধ্যেই মালদ্বীপ ও শ্রীলঙ্কা থেকে ২,৮৭৪ জন ভারতীয় নাগরিককে কোচি এবং তুতিকোরিন বন্দরে নিয়ে এসেছে।

‘সমুদ্র সেতু’ অভিযানের পরবর্তী পর্যায়ে ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘শার্দুল’ ৮ই জুন ইরানের বান্দর আব্বাস নৌ-বন্দর থেকে গুজরাটের পোরবন্দরে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। ইরানে ভারতীয় মিশনের তৈরি করা ভারতীয় নাগরিকদের তালিকা অনুযায়ী তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। তবে ফিরিয়ে আনার আগে প্রত্যেক ভারতীয় নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ফিরিয়ে আনার সময় ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘শার্দুল’-এ প্রত্যেক যাত্রীর সামাজিক দূরত্ব বিধি মেনে চলা হবে। জাহাজে চিকিৎসাকর্মী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ, খাবার, ফেসমাস্ক এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের যথাযথ  ব্যবস্থা করা হয়েছে।

ফিরে আসা প্রত্যেক যাত্রীকে পোরবন্দরে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাঁদের জন্য বিশেষ আইসোলেশনের ব্যবস্থাও করা হয়েছে। কোভিড-১৯-সমস্যা মোকাবিলায় পৌঁছনো সমস্ত যাত্রীদের জন্য নিয়মগুলি সুনির্দিষ্টভাবে মেনে চলা হবে।

পোরবন্দরে পৌঁছনোর পর যাত্রীদের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। 

 

 


CG/SS/DM


(Release ID: 1630198) Visitor Counter : 245