অর্থমন্ত্রক

কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণবাবদ ৩৬,৪০০ কোটি টাকা মঞ্জুর করেছে

प्रविष्टि तिथि: 04 JUN 2020 8:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৪ জুন, ২০২০

 



কোভিড-১৯ এর কারণে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, যখন রাজ্য সরকারগুলির খরচের জন্য অর্থের প্রয়োজন, তখন তাদের অর্থ সংগ্রহের উপায়গুলি  ক্ষতিগ্রস্থ হয়ছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার আজ ২০১৯এর ডিসেম্বর থেকে ২০২০'র ফেব্রুয়ারী পর্যন্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতিপূরণবাবদ মোট ৩৬,৪০০ কোটি টাকা মঞ্জুর  করেছে।

 কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ২০১৯'র এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জিএসটি ক্ষতিপূরণবাবদ  মোট  ১,১৫,০৯৬ কোটি টাকা মঞ্জুর  করেছে।

 


CG/SS


(रिलीज़ आईडी: 1629482) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Odia , Tamil , Telugu , Kannada