কেন্দ্রীয়মন্ত্রিসভা
পরিযায়ী / আটকে থাকা পরিযায়ীদের খাদ্যশস্য বরাদ্দের জন্য ‘আত্মনিয়র্ভর ভারত প্যাকেজ’এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Posted On:
20 MAY 2020 2:23PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২০ মে, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা পূর্বের অনুমোদন অনুযায়ী ৮ কোটি পরিযায়ী/আটকে পড়া পরিযায়ীদের মে এবং জুন এই দু মাসে ব্যক্তি পিছু ৫ কেজি করে বিনামূল্যে খাদ্য সরবরাহে সিদ্ধান্ত দিয়েছে।
এজন্য খাদ্য ভর্তুকিতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২ হাজার ৯৮২.২৭ কোটি টাকা। এছাড়াও অভ্যন্তরীণ রাজ্য পরিবহণ, পরিচালনা খরচ এবং ডিলারদের মার্জিন/ডিলারদের অতিরিক্ত মার্জিনের জন্য প্রায় ১২৭.২৫ কোটি টাকা খরচ হবে, যা কেন্দ্রীয় সরকার পুরোপুরি বহন করবে। সেইজন্য কেন্দ্রীয় সরকারের মোট ভর্তুকি প্রায় ৩ হাজার ১০৯.৫২ কোটি টাকা অনুমান করা হয়েছে।
কোভিড-১৯এর কারণে অর্থনৈতিক বিপর্যয়ের ফলে পরিযায়ী/আটকে পড়া পরিযায়ীদের সমস্যা মোকাবিলায় এই বরাদ্দ সাহায্য করবে।
CG/SS/NS
(Release ID: 1625931)
Visitor Counter : 216
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam